ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত
অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ১২:৩৯:২৫ | অনলাইন সংস্করণ
ইরাকের সেনাবাহিনী দেশটির কিরকুক প্রদেশে অভিযান চালিয়ে সাত আইএস জঙ্গিকে হত্যা করেছে। এদের মধ্যে আইএসের তিনজন নেতা রয়েছে।
উত্তরাঞ্চলীয় প্রদেশটির দক্ষিণে অবস্থিত আল-চেই উপত্যকায় বুধবার ইরাকি সেনাবাহিনী ওই অভিযান চালায়।খবর আনাদোলুর।
ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এতে সেনাবাহিনীর সদস্যরা হতাহতের শিকার হয়েছে কিনা তা বলা হয়নি।
সেনাবাহিনী জানায়, কিরকুকে হামলার প্রস্তুতির গোপন খবর পেয়ে আইএসের গোপন আস্তানায় বুধবার ভোরে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় দুই আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ইরাকি সেনাবাহিনী। অন্য সাত সদস্য গোলাগুলিতে নিহত হন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরাকের মসুল, সালাহউদ্দিন ও আনবার প্রদেশ এবং দিয়ালা ও কিরকুকের কিছু অংশ দখল করে নেয় আইএস জঙ্গিরা।
২০১৭ সালে মার্কিন জোটের সহায়তায় এসব এলাকা থেকে আইএস জঙ্গিদের ইরাকি বাহিনী বিতাড়িত করলেও সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়ে আবারও তাদের উপস্থিতির জানান দিচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত
ইরাকের সেনাবাহিনী দেশটির কিরকুক প্রদেশে অভিযান চালিয়ে সাত আইএস জঙ্গিকে হত্যা করেছে। এদের মধ্যে আইএসের তিনজন নেতা রয়েছে।
উত্তরাঞ্চলীয় প্রদেশটির দক্ষিণে অবস্থিত আল-চেই উপত্যকায় বুধবার ইরাকি সেনাবাহিনী ওই অভিযান চালায়।খবর আনাদোলুর।
ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এতে সেনাবাহিনীর সদস্যরা হতাহতের শিকার হয়েছে কিনা তা বলা হয়নি।
সেনাবাহিনী জানায়, কিরকুকে হামলার প্রস্তুতির গোপন খবর পেয়ে আইএসের গোপন আস্তানায় বুধবার ভোরে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় দুই আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ইরাকি সেনাবাহিনী। অন্য সাত সদস্য গোলাগুলিতে নিহত হন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরাকের মসুল, সালাহউদ্দিন ও আনবার প্রদেশ এবং দিয়ালা ও কিরকুকের কিছু অংশ দখল করে নেয় আইএস জঙ্গিরা।
২০১৭ সালে মার্কিন জোটের সহায়তায় এসব এলাকা থেকে আইএস জঙ্গিদের ইরাকি বাহিনী বিতাড়িত করলেও সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়ে আবারও তাদের উপস্থিতির জানান দিচ্ছে।