গ্রেটা থুনবার্গের পোস্ট করা টুলকিটের লেখকদের বিরুদ্ধে এফআইআর
অনলাইন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৬:৪৭ | অনলাইন সংস্করণ
ভারতে আন্দোলনরত কৃষকদের সহায়তার উপায় বলে দিতে ‘প্রতিবাদী টুলকিটের’ লেখকদের বিরুদ্ধে একটি এফআইআর করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার পুলিশের স্পেশাল কমিশনার (ক্রাইম) প্রবীর রঞ্জন বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন।
পুলিশের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ উসকে দেওয়ার পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। তবে এফআইআরে কারও নাম উল্লেখ করা হয়নি।
কৃষক আন্দোলনে সংহতি প্রকাশ করে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেট থুনবার্গ এই টুলকিট তার টুইটারে শেয়ার দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে তাঁবু গেড়ে কয়েক হাজার কৃষক গত নভেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন। বার্তা সংস্থা এএফপি, ডন ও আলজাজিরা এমন খবর দিয়েছে।
কৃষকদের ধ্বংস করে দিতে বড় কর্পোরেশনগুলোকে সুযোগ করে দেওয়া আইন বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার পপ সুপারস্টার রিহান্না ও গ্রেট থুনবার্গ এই বিক্ষোভ নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করলে তা আন্তর্জাতিক রূপ নিয়েছে।
১৫৩এ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রবীর।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে টুইট করেছিলেন থুনবার্গ। ‘হ্যাশট্যাগ ফারমার্স প্রোটেস্ট’ ব্যবহার করে তিনি টুইট করেন, আমরা কৃষক আন্দোলনের পাশে আছি।
‘কৃষকদের পাশে দাঁড়াতে চাইলে ‘#স্ট্যান্ডউইথফার্মার্স #ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ সমর্থন করুন’ বলেও আরেকটি টুইট করেছিলেন এই কিশোরী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গ্রেটা থুনবার্গের পোস্ট করা টুলকিটের লেখকদের বিরুদ্ধে এফআইআর
ভারতে আন্দোলনরত কৃষকদের সহায়তার উপায় বলে দিতে ‘প্রতিবাদী টুলকিটের’ লেখকদের বিরুদ্ধে একটি এফআইআর করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার পুলিশের স্পেশাল কমিশনার (ক্রাইম) প্রবীর রঞ্জন বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন।
পুলিশের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ উসকে দেওয়ার পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। তবে এফআইআরে কারও নাম উল্লেখ করা হয়নি।
কৃষক আন্দোলনে সংহতি প্রকাশ করে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেট থুনবার্গ এই টুলকিট তার টুইটারে শেয়ার দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে তাঁবু গেড়ে কয়েক হাজার কৃষক গত নভেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন। বার্তা সংস্থা এএফপি, ডন ও আলজাজিরা এমন খবর দিয়েছে।
কৃষকদের ধ্বংস করে দিতে বড় কর্পোরেশনগুলোকে সুযোগ করে দেওয়া আইন বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার পপ সুপারস্টার রিহান্না ও গ্রেট থুনবার্গ এই বিক্ষোভ নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করলে তা আন্তর্জাতিক রূপ নিয়েছে।
১৫৩এ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রবীর।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে টুইট করেছিলেন থুনবার্গ। ‘হ্যাশট্যাগ ফারমার্স প্রোটেস্ট’ ব্যবহার করে তিনি টুইট করেন, আমরা কৃষক আন্দোলনের পাশে আছি।
‘কৃষকদের পাশে দাঁড়াতে চাইলে ‘#স্ট্যান্ডউইথফার্মার্স #ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ সমর্থন করুন’ বলেও আরেকটি টুইট করেছিলেন এই কিশোরী।