হাঁসের সঙ্গে ৪ দশকের বন্ধুত্ব তুর্কি ডাক পিয়নের
অনলাইন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৬:৫০ | অনলাইন সংস্করণ
তুরস্কে রিসেপ মিরজান নামে এক ডাক পিয়নের সঙ্গে একটি রাজহাঁসের চার দশক ধরে অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছে।
১৯৮৪ সালে চিঠি বিলি করতে তুরস্কের এডিরনে প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে ডানা ভাঙা অবস্থায় ওই রাজহাঁসটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন তিনি।
তার পর এটির ভাঙা ডানার সঙ্গে কাঠি বেঁধে দিয়ে সুস্থ করে তোলেন তিনি। রাজহাঁসটির নাম দেন গেরিপ (অসহায়)। কিন্তু সুস্থ হওয়ার পর আর মিরজানকে ছেড়ে যেতে চায়নি গেরিপ নামের রাজহাঁসটি।
তখন থেকেই তার নিবাস মিরজানের ঘরের পেছনের মুরগির খোয়াড়ে। প্রতিদিন তার সঙ্গে হাঁটতে বের হয় গেরিপ। তাদের এ বন্ধুত্বে এলাকার সবাই মুগ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাদের অসাধারণ বন্ধুত্বের খবর নেটিজেনদের কাছে ভাইরাল হয়ে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাঁসের সঙ্গে ৪ দশকের বন্ধুত্ব তুর্কি ডাক পিয়নের
তুরস্কে রিসেপ মিরজান নামে এক ডাক পিয়নের সঙ্গে একটি রাজহাঁসের চার দশক ধরে অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছে।
১৯৮৪ সালে চিঠি বিলি করতে তুরস্কের এডিরনে প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে ডানা ভাঙা অবস্থায় ওই রাজহাঁসটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন তিনি।
তার পর এটির ভাঙা ডানার সঙ্গে কাঠি বেঁধে দিয়ে সুস্থ করে তোলেন তিনি। রাজহাঁসটির নাম দেন গেরিপ (অসহায়)। কিন্তু সুস্থ হওয়ার পর আর মিরজানকে ছেড়ে যেতে চায়নি গেরিপ নামের রাজহাঁসটি।
তখন থেকেই তার নিবাস মিরজানের ঘরের পেছনের মুরগির খোয়াড়ে। প্রতিদিন তার সঙ্গে হাঁটতে বের হয় গেরিপ। তাদের এ বন্ধুত্বে এলাকার সবাই মুগ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাদের অসাধারণ বন্ধুত্বের খবর নেটিজেনদের কাছে ভাইরাল হয়ে গেছে।