নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কার্যক্রম চালাচ্ছে উত্তর কোরিয়া: জাতিসংঘ
অনলাইন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫:২৭ | অনলাইন সংস্করণ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০২০ সালে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কার্যক্রম চালিয়ে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে।
এতে আরও উল্লেখ করা হয়, উচ্চভিলাষী এ কার্যক্রম চালাতে বিভিন্ন দেশের ব্যাংক থেকে ৩০ কোটি ডলার হ্যাক করেছে পিয়ংইয়ং। খবর বিবিসি ও রয়টার্সের।
এতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম, পরমাণু গবেষণাগার ও ব্যালিস্টিক মিসাইলের অবকাঠামো তৈরিতে এ অর্থ ব্যয় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অন্য সহযোগীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পদক্ষেপ নেবে জো বাইডেনের প্রশাসন।
২০১৮ ও ২০১৯ সালে তিনবার পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু শেষ পর্যন্ত এসব আলোচনায় দেশ দুটির সম্পর্কের কোনো উন্নয়ন হয়নি। উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কার্যক্রম চালাচ্ছে উত্তর কোরিয়া: জাতিসংঘ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০২০ সালে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কার্যক্রম চালিয়ে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে।
এতে আরও উল্লেখ করা হয়, উচ্চভিলাষী এ কার্যক্রম চালাতে বিভিন্ন দেশের ব্যাংক থেকে ৩০ কোটি ডলার হ্যাক করেছে পিয়ংইয়ং। খবর বিবিসি ও রয়টার্সের।
এতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম, পরমাণু গবেষণাগার ও ব্যালিস্টিক মিসাইলের অবকাঠামো তৈরিতে এ অর্থ ব্যয় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অন্য সহযোগীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পদক্ষেপ নেবে জো বাইডেনের প্রশাসন।
২০১৮ ও ২০১৯ সালে তিনবার পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু শেষ পর্যন্ত এসব আলোচনায় দেশ দুটির সম্পর্কের কোনো উন্নয়ন হয়নি। উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসেনি।