স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নাম নিবন্ধন স্থগিত
ওয়াসীম আকরাম, লেবানন থেকে
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৪:৪৮ | অনলাইন সংস্করণ
বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে ৭ ফেব্রুয়ারি প্রকাশিত জরুরি নোটিশ বলা হয়, লেবাননে বর্তমান করোনা পরিস্থিতি এবং লকডাউন কারণে ‘স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি’তে নাম নিবন্ধন কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে পাসপোর্ট নবায়ন চলমান থাকবে বলে।
এছাড়াও বলা হয়, যারা ‘স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি’র আওতায় নাম নিবন্ধন করেছেন তাদের দেশে প্রেরণের কার্যক্রম বিমানের ফ্লাইট চলমান থাকবে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে লেবানন বিশ্ব মহামারি করোনাভাইরাস সংক্রমিত হয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এই পরিস্থিতিতে যেকোনো ধরনের গণজমায়েত যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।
এছাড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে কারো যদি করোনার উপসর্গ থাকে বা নমুনা পরীক্ষায় পজিটিভ হয় তাদেরকে দূতাবাসের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়।
উল্লেখ্য, ১৪ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নাম নিবন্ধন স্থগিত
বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে ৭ ফেব্রুয়ারি প্রকাশিত জরুরি নোটিশ বলা হয়, লেবাননে বর্তমান করোনা পরিস্থিতি এবং লকডাউন কারণে ‘স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি’তে নাম নিবন্ধন কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে পাসপোর্ট নবায়ন চলমান থাকবে বলে।
এছাড়াও বলা হয়, যারা ‘স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি’র আওতায় নাম নিবন্ধন করেছেন তাদের দেশে প্রেরণের কার্যক্রম বিমানের ফ্লাইট চলমান থাকবে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে লেবানন বিশ্ব মহামারি করোনাভাইরাস সংক্রমিত হয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এই পরিস্থিতিতে যেকোনো ধরনের গণজমায়েত যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।
এছাড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে কারো যদি করোনার উপসর্গ থাকে বা নমুনা পরীক্ষায় পজিটিভ হয় তাদেরকে দূতাবাসের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়।
উল্লেখ্য, ১৪ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।