ইসরাইল সেনাবাহিনীতে নারীদের ওপর যৌন হয়রানি বেড়েছে
অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৬:২২ | অনলাইন সংস্করণ
ইসরাইল সেনাবাহিনীতে নারী সহকর্মীদের ওপর যৌন হয়রানির ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌন হয়রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
নিউজ পোর্টালটিতে সূতের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সেনাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয় ২০২০ সালে ইসরাইল মিলিটারি পুলিশে ১৫৪২ টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।
বিভিন্ন ইসরাইলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সাল থেকে প্রতি বছর এ যৌন হয়রানির ঘটনা বাড়ছে। কয়েকটি ঘটনায় নারীরা আইনি পদক্ষেপ নিয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইসরাইলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসরাইল সেনাবাহিনীতে নারীদের ওপর যৌন হয়রানি বেড়েছে
ইসরাইল সেনাবাহিনীতে নারী সহকর্মীদের ওপর যৌন হয়রানির ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌন হয়রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
নিউজ পোর্টালটিতে সূতের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সেনাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয় ২০২০ সালে ইসরাইল মিলিটারি পুলিশে ১৫৪২ টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।
বিভিন্ন ইসরাইলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সাল থেকে প্রতি বছর এ যৌন হয়রানির ঘটনা বাড়ছে। কয়েকটি ঘটনায় নারীরা আইনি পদক্ষেপ নিয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইসরাইলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।