এফ-৩৫ যুদ্ধবিমান পেতে মার্কিন লবিস্ট নিয়োগ তুরস্কের
অনলাইন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৮:০৯ | অনলাইন সংস্করণ
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে এবার দেশটির একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছে তুরস্ক।
দুই দেশের মধ্যে চুক্তি হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ২০১৯ সালে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির চুক্তি থেকে সরে আসেন। খবর আরব নিউজের।
ভেস্তে যাওয়া ওই চুক্তিকে নতুন মার্কিন সরকারের আমলে আলোর মুখ দেখাতে আঙ্কারা আর্নল্ড অ্যান্ড পোর্টার নামে ওয়াশিংটনের একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মার্কিন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য সাড়ে ৭ লাখ ডলারের চুক্তি করে তুরস্ক।
এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে শতাধিক স্টিলথ বিমান কিনার জন্য চুক্তি করেছিল তুরস্ক।
কিন্তু রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষাব্যাবস্থা কেনার পর ২০১৯ সালে ট্রাম্প তুরস্কের কাছে এসব যুদ্ধবিমান আর বিক্রি করবে না বলে জানিয়ে দেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এফ-৩৫ যুদ্ধবিমান পেতে মার্কিন লবিস্ট নিয়োগ তুরস্কের
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে এবার দেশটির একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছে তুরস্ক।
দুই দেশের মধ্যে চুক্তি হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ২০১৯ সালে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির চুক্তি থেকে সরে আসেন। খবর আরব নিউজের।
ভেস্তে যাওয়া ওই চুক্তিকে নতুন মার্কিন সরকারের আমলে আলোর মুখ দেখাতে আঙ্কারা আর্নল্ড অ্যান্ড পোর্টার নামে ওয়াশিংটনের একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মার্কিন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য সাড়ে ৭ লাখ ডলারের চুক্তি করে তুরস্ক।
এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে শতাধিক স্টিলথ বিমান কিনার জন্য চুক্তি করেছিল তুরস্ক।
কিন্তু রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষাব্যাবস্থা কেনার পর ২০১৯ সালে ট্রাম্প তুরস্কের কাছে এসব যুদ্ধবিমান আর বিক্রি করবে না বলে জানিয়ে দেয়।