মাতৃভাষা দিবস উপলক্ষে ইউরো-বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল আলোচনা
তাইজুল ফয়েজ, ফ্রান্স থেকে
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:২১:৩৭ | অনলাইন সংস্করণ
ইউরো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও করোনায় আক্রান্ত সাংবাদিক আব্দুল কুদ্দুসের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায় ২২ ফেব্রুয়ারি ইউরোপ সময় সন্ধ্যা ৮টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আন্তর্জাতিক কলামিস্ট ও চিকিৎসক ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, প্রবাসী সাংবাদিক মাইদুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, কবি হাবিব ফয়েজী, তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ, সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তাবরা বলেন, বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার আদায় করেছেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি, প্রবাসী সাংবাদিকদের উচিত বাংলা ভাষার ইতিহাস, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার কার্যকর ব্যবস্থা নেয়া।
সভায় ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা, বাংলাদেশের নোয়াখালীতে নিহত সাংবাদিক, করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাতৃভাষা দিবস উপলক্ষে ইউরো-বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল আলোচনা
ইউরো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও করোনায় আক্রান্ত সাংবাদিক আব্দুল কুদ্দুসের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায় ২২ ফেব্রুয়ারি ইউরোপ সময় সন্ধ্যা ৮টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আন্তর্জাতিক কলামিস্ট ও চিকিৎসক ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, প্রবাসী সাংবাদিক মাইদুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি এম আলী চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, কবি হাবিব ফয়েজী, তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ, সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তাবরা বলেন, বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার আদায় করেছেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি, প্রবাসী সাংবাদিকদের উচিত বাংলা ভাষার ইতিহাস, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার কার্যকর ব্যবস্থা নেয়া।
সভায় ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা, বাংলাদেশের নোয়াখালীতে নিহত সাংবাদিক, করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার।