ভয়াবহ দুর্ঘটনায় আহত টাইগার উডস
বিপদ পিছু ছাড়ছেই না সর্বকালের সেরা গলফার টাইগার উডসের। পিঠে অস্ত্রোপচার শেষে কদিন আগেই হাসপাতাল ছেড়েছিলেন।
আবার হাসপাতালে যেতে হলো তাকে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন এই তারকা গলফার।
টাইগার উডসের গাড়ি দুর্ঘটনায় পড়ার খবরটি মঙ্গলবার রাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এছাড়া লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাত দিয়ে ইএসপিএনজানিয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক রাস্তায় উডসের গাড়ি নিজে নিজেই উল্টে গড়াগড়ি খায়। এতে পায়ে মারাত্মক রকমের আঘাত পেয়েছেন উডস। তার গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। উডসকে উদ্ধার করে দ্রুত হারবর-ইউসিএলএ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
৪৫ বছর বয়সী এই মার্কিন গলফারের সর্বশেষ পরিস্থিতির তথ্য দিয়েছেন তার এজেন্ট মার্ক স্টেইনবার্গ।
গলফ ডাইজেস্টকে স্টেইনবার্গ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর এই গলফারের অস্ত্রোপচার চলছে। অগ্নি নির্বাপনকারী দল উডসের গাড়িটি উদ্ধার করেছে।
গলফের ১৫টি মেজর জিতেছেন টাইগার উডস।
বিশ্বসেরা এই গলফারের পুরো নাম এলড্রিক টন্ট উডস। তবে গোটা বিশ্ব তাকে টাইগার উডস নামে চেনে।
১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সাইপ্রেসে জন্ম হয় উডসের। তার পিতা আর্ল ও মাতা কুলটিল্ডা উডস। তিনি এই দম্পতির একমাত্র সন্তান। বেশ কিছুদিন ধরে পিঠের যন্ত্রণায় ভুগছেন তিনি।গত মাসেই পঞ্চমবারের মতো তার পিঠে অস্ত্রোপচার হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভয়াবহ দুর্ঘটনায় আহত টাইগার উডস
বিপদ পিছু ছাড়ছেই না সর্বকালের সেরা গলফার টাইগার উডসের। পিঠে অস্ত্রোপচার শেষে কদিন আগেই হাসপাতাল ছেড়েছিলেন।
আবার হাসপাতালে যেতে হলো তাকে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন এই তারকা গলফার।
টাইগার উডসের গাড়ি দুর্ঘটনায় পড়ার খবরটি মঙ্গলবার রাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এছাড়া লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক রাস্তায় উডসের গাড়ি নিজে নিজেই উল্টে গড়াগড়ি খায়। এতে পায়ে মারাত্মক রকমের আঘাত পেয়েছেন উডস। তার গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। উডসকে উদ্ধার করে দ্রুত হারবর-ইউসিএলএ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
৪৫ বছর বয়সী এই মার্কিন গলফারের সর্বশেষ পরিস্থিতির তথ্য দিয়েছেন তার এজেন্ট মার্ক স্টেইনবার্গ।
গলফ ডাইজেস্টকে স্টেইনবার্গ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর এই গলফারের অস্ত্রোপচার চলছে। অগ্নি নির্বাপনকারী দল উডসের গাড়িটি উদ্ধার করেছে।
গলফের ১৫টি মেজর জিতেছেন টাইগার উডস।
বিশ্বসেরা এই গলফারের পুরো নাম এলড্রিক টন্ট উডস। তবে গোটা বিশ্ব তাকে টাইগার উডস নামে চেনে।
১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সাইপ্রেসে জন্ম হয় উডসের। তার পিতা আর্ল ও মাতা কুলটিল্ডা উডস। তিনি এই দম্পতির একমাত্র সন্তান। বেশ কিছুদিন ধরে পিঠের যন্ত্রণায় ভুগছেন তিনি।গত মাসেই পঞ্চমবারের মতো তার পিঠে অস্ত্রোপচার হয়।