ইসরাইলি সেনারা নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে
অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৫:২৬ | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তদন্তে উঠে এসেছে- গত বছর বেথেলহেম ও জেরুজালেমের মধ্যে একটি চেকপোস্টে ইসরাইলি সেনারা নিরপরাধ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
আহমেদ এরিকেত (২৭) নামে ওই ফিলিস্তিনি যুবক ২০২০ সালে তার মা ও বোনকে এগিয়ে আনতে রাস্তায় বেরিয়ে ছিলেন। ওই দিন সন্ধ্যায় তার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। খবর আলজাজিরার।
বোনের বিয়ের অনুষ্ঠানে তার বিয়ে নিয়েও আলোচনার কখা ছিল। ইসরাইলি সেনারা তাকে বিনাকারণে গুলি করে রাস্তায় ফেলে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু ইসরাইলি সেনারা রক্তক্ষরণে ফিলিস্তিনি যুবকের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এক ঘণ্টা পর তার মৃত্যু নিশ্চিত করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর অনুমতি দেওয়া হয়।
তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি বলে মানবাধিকার সংগঠনটির তদন্তে উঠে আসে। ফরেনসিক আর্কিটেকচার নামে সংগঠনটি মঙ্গলবার এ ব্যাপারে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসরাইলি সেনারা নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে
যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তদন্তে উঠে এসেছে- গত বছর বেথেলহেম ও জেরুজালেমের মধ্যে একটি চেকপোস্টে ইসরাইলি সেনারা নিরপরাধ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
আহমেদ এরিকেত (২৭) নামে ওই ফিলিস্তিনি যুবক ২০২০ সালে তার মা ও বোনকে এগিয়ে আনতে রাস্তায় বেরিয়ে ছিলেন। ওই দিন সন্ধ্যায় তার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। খবর আলজাজিরার।
বোনের বিয়ের অনুষ্ঠানে তার বিয়ে নিয়েও আলোচনার কখা ছিল। ইসরাইলি সেনারা তাকে বিনাকারণে গুলি করে রাস্তায় ফেলে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু ইসরাইলি সেনারা রক্তক্ষরণে ফিলিস্তিনি যুবকের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এক ঘণ্টা পর তার মৃত্যু নিশ্চিত করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর অনুমতি দেওয়া হয়।
তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি বলে মানবাধিকার সংগঠনটির তদন্তে উঠে আসে। ফরেনসিক আর্কিটেকচার নামে সংগঠনটি মঙ্গলবার এ ব্যাপারে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।