গাঁজা বিক্রি করে মাসে আয় সোয়া ৪ কোটি টাকা!
স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৪:০৭ | অনলাইন সংস্করণ
অর্থাভাবে ভুগছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বক্সার মাইক টাইসন। একটা সময় দেউলিয়া হওয়ার জো হয়েছিল।
তবে এখন আবার ধনীদের কাতারে চলে এলেন। দুই হাতে কামাচ্ছেন কোটি কোটি টাকা। টাকার উৎস গাঁজা!
গাঁজা বিক্রি করে ফের কোটিপতি হয়ে গেছেন টাইসন। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে প্রকাশ– প্রতি মাসে গাঁজা বিক্রি করেই পাঁচ লাখ ডলার আয় করেন ৫৪ বছর বয়সী টাইসন, যা বাংলাদেশি মুদ্রায় সোয়া চার কোটি টাকারও বেশি!
ক্যারিয়ারজুড়ে মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন টাইসন। একটা সময় তাকে ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’ ডাকা হতো।
আর সেই টাইসনই অবসরে গাঁজা বিক্রি করে ধনকুবের বনে গেলেন।
চিটশিট নামে এক ওয়েবসাইটের বরাতে মার্কা লিখেছে– যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ১৬ হেক্টর জমির ওপর একটি গাঁজা চাষের ফার্ম খুলেছেন টাইসন। এর জন্য একটি কোম্পানি খুলেছেন সাবেক এ হেভিওয়েট বক্সার। তার কোম্পানির নাম ‘টাইসন র্যাঞ্চ।’
বর্তমানে নিজেকে ‘সেরা গাঁজার প্রস্তুতকারক’ দাবি করছেন বিশ্বসেরা এ হেভিওয়েট বক্সার।
এত এত গাঁজা উৎপাদন নাকি বৈধভাবেই করছেন টাইসন। কারণ ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজার ব্যবহার বৈধ। ২০১৬ সালের নভেম্বরে ২১ বছরের বেশি বয়সির জন্য গাঁজাকে বৈধ করে ক্যালিফোর্নিয়া সরকার। আর এই বৈধতার ফায়দা লুটছেন টাইসন।
তথ্যসূত্র: মার্কা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাঁজা বিক্রি করে মাসে আয় সোয়া ৪ কোটি টাকা!
অর্থাভাবে ভুগছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বক্সার মাইক টাইসন। একটা সময় দেউলিয়া হওয়ার জো হয়েছিল।
তবে এখন আবার ধনীদের কাতারে চলে এলেন। দুই হাতে কামাচ্ছেন কোটি কোটি টাকা। টাকার উৎস গাঁজা!
গাঁজা বিক্রি করে ফের কোটিপতি হয়ে গেছেন টাইসন। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে প্রকাশ– প্রতি মাসে গাঁজা বিক্রি করেই পাঁচ লাখ ডলার আয় করেন ৫৪ বছর বয়সী টাইসন, যা বাংলাদেশি মুদ্রায় সোয়া চার কোটি টাকারও বেশি!
ক্যারিয়ারজুড়ে মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন টাইসন। একটা সময় তাকে ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’ ডাকা হতো।
আর সেই টাইসনই অবসরে গাঁজা বিক্রি করে ধনকুবের বনে গেলেন।
চিটশিট নামে এক ওয়েবসাইটের বরাতে মার্কা লিখেছে– যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ১৬ হেক্টর জমির ওপর একটি গাঁজা চাষের ফার্ম খুলেছেন টাইসন। এর জন্য একটি কোম্পানি খুলেছেন সাবেক এ হেভিওয়েট বক্সার। তার কোম্পানির নাম ‘টাইসন র্যাঞ্চ।’
বর্তমানে নিজেকে ‘সেরা গাঁজার প্রস্তুতকারক’ দাবি করছেন বিশ্বসেরা এ হেভিওয়েট বক্সার।
এত এত গাঁজা উৎপাদন নাকি বৈধভাবেই করছেন টাইসন। কারণ ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজার ব্যবহার বৈধ। ২০১৬ সালের নভেম্বরে ২১ বছরের বেশি বয়সির জন্য গাঁজাকে বৈধ করে ক্যালিফোর্নিয়া সরকার। আর এই বৈধতার ফায়দা লুটছেন টাইসন।
তথ্যসূত্র: মার্কা।