নাভালনিকে গোপন বন্দিশিবিরে স্থানান্তর
রাশিয়ার কারাবন্দি বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালানিকে রাজধানী মস্কোর বাইরের একটি গোপন বন্দিশিবিরে স্থানান্তরিত করা হয়েছে।
তার আইনজীবীর বরাতে কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন এমন খবর দিয়েছে। একটি অর্থ আত্মসাতের মামলায় প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে চলতি মাসের শুরুতে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই কঠোর সমালোচক বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। যদিও রুশ কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
তবে মামলাটিকে বেআইনি ঘোষণা করে রুল দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত। কারাগারে নাভালনির জীবন ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে তাকে মুক্তি দিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় আদালতের এই নির্দেশকে অযাচিত হস্তক্ষেপ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
নাভালনির আইনজীবীরা জানায়, তাকে আড়াই বছরেরও বেশি সময় কারাগারে থাকতে হচ্ছে। ভাদিম কবজেভ নামে তার এক আইনজীবী বলেন, তাকে মস্কোর কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ আইনবিরোধী।
এমনকি নাভালনি কোথায় আছে; তার পরিবারকেও তা জানানো হয়নি বলে দাবি করেন এই আইনজীবী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাভালনিকে গোপন বন্দিশিবিরে স্থানান্তর
রাশিয়ার কারাবন্দি বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালানিকে রাজধানী মস্কোর বাইরের একটি গোপন বন্দিশিবিরে স্থানান্তরিত করা হয়েছে।
তার আইনজীবীর বরাতে কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন এমন খবর দিয়েছে। একটি অর্থ আত্মসাতের মামলায় প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে চলতি মাসের শুরুতে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই কঠোর সমালোচক বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। যদিও রুশ কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
তবে মামলাটিকে বেআইনি ঘোষণা করে রুল দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত। কারাগারে নাভালনির জীবন ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে তাকে মুক্তি দিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় আদালতের এই নির্দেশকে অযাচিত হস্তক্ষেপ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
নাভালনির আইনজীবীরা জানায়, তাকে আড়াই বছরেরও বেশি সময় কারাগারে থাকতে হচ্ছে। ভাদিম কবজেভ নামে তার এক আইনজীবী বলেন, তাকে মস্কোর কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ আইনবিরোধী।
এমনকি নাভালনি কোথায় আছে; তার পরিবারকেও তা জানানো হয়নি বলে দাবি করেন এই আইনজীবী।