আর্মেনিয়ায় সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ
প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আর্মেনিয়ার রাজধানীর একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে।
সোমবার দেশটির রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে। খবর আল জাজিরার।
গত বছর নাগার্নো-কারাবাখে আজারবাইজানের কাছে পরাজয়ের পর থেকেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ সম্প্রতি জোরদার হয়েছে।
কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে আসছে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’-‘নিকোল তুমি সরে যাও’ এসব স্লোগান দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়লেও পুলিশ তখন দাঁড়িয়ে থেকে কিছুই করেনি।
গত বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশের পর সোমবার আবার বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশটির সেনাবাহিনীও পাশিনিয়ান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্মেনিয়ায় সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ
প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আর্মেনিয়ার রাজধানীর একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে।
সোমবার দেশটির রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে। খবর আল জাজিরার।
গত বছর নাগার্নো-কারাবাখে আজারবাইজানের কাছে পরাজয়ের পর থেকেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ সম্প্রতি জোরদার হয়েছে।
কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে আসছে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’-‘নিকোল তুমি সরে যাও’ এসব স্লোগান দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়লেও পুলিশ তখন দাঁড়িয়ে থেকে কিছুই করেনি।
গত বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশের পর সোমবার আবার বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশটির সেনাবাহিনীও পাশিনিয়ান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে।