বাঘের মুখোমুখি শচিন টেন্ডুলকারের ভিডিও ভাইরাল
স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৭:৩৪:২৫ | অনলাইন সংস্করণ
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
নিজের অফিসিয়াল টুইটার ও ইউটিউব চ্যানেলেশেয়ার করা ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একেবারে বাঘের মুখোমুখি হয়েছেন শচিন। গত জানুয়ারিতে তাড়োবা সাফারি অভিযানে এ অভিজ্ঞতা মুখোমুখি হন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এ ব্যাটসম্যান।
একেবারে সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতার ভিডিওটি ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।
জিনিউজের খবরে বলা হয়,তাড়োবা টাইগার প্রকল্পে সাফারি অভিযানে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পছন্দের জায়গা তাড়োবা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে গিয়েছিলেন তিনি।
ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ের মধ্য দিয়েগাড়ি দিয়ে যাচ্ছেন ভারতীয় এ কিংবদন্তি। এক সময় হঠাৎ একটি বাঁশের কঞ্চি তার চোখের সামনে আসে। বাউন্সার বল এড়িয়ে যাওয়ার মতো করেই তিনি সরে যান। সামান্য অসতর্কতাই বড় বিপদ সেখানে বয়ে আনতে পারতো। এভাবে গাছের ডালপালা এড়িয়ে গহীন জঙ্গলে তার ভ্রমণটি যে কেমন রোমাঞ্চিত ছিল তার বর্ণনাও তিনি তার ভিডিওতে বলেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাঘের মুখোমুখি শচিন টেন্ডুলকারের ভিডিও ভাইরাল
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
নিজের অফিসিয়াল টুইটার ও ইউটিউব চ্যানেলে শেয়ার করা ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একেবারে বাঘের মুখোমুখি হয়েছেন শচিন। গত জানুয়ারিতে তাড়োবা সাফারি অভিযানে এ অভিজ্ঞতা মুখোমুখি হন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এ ব্যাটসম্যান।
একেবারে সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতার ভিডিওটি ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।
জিনিউজের খবরে বলা হয়, তাড়োবা টাইগার প্রকল্পে সাফারি অভিযানে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পছন্দের জায়গা তাড়োবা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে গিয়েছিলেন তিনি।
ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ের মধ্য দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছেন ভারতীয় এ কিংবদন্তি। এক সময় হঠাৎ একটি বাঁশের কঞ্চি তার চোখের সামনে আসে। বাউন্সার বল এড়িয়ে যাওয়ার মতো করেই তিনি সরে যান। সামান্য অসতর্কতাই বড় বিপদ সেখানে বয়ে আনতে পারতো। এভাবে গাছের ডালপালা এড়িয়ে গহীন জঙ্গলে তার ভ্রমণটি যে কেমন রোমাঞ্চিত ছিল তার বর্ণনাও তিনি তার ভিডিওতে বলেছেন।