মিশিগানে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান
তোফায়েল রেজা সোহেল, যুক্তরাষ্ট্র থেকে
০৪ মার্চ ২০২১, ২২:৫৬:৩৪ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে কনস্যুলার ক্যাম্প স্থাপন করে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি অফিস। বাংলা টাউন খ্যাত হেমট্রামিক সিটির কাবাব হাউজে পাঁচ দিনব্যাপী ক্যাম্পে এসে সেবা গ্রহণ করেন বাংলাদেশি প্রবাসীরা। হাতের কাছে সেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
দূতাবাস সূত্র জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই পাঁচ দিনে ২ হাজার ৫৭ জন প্রবাসীকে কনস্যুলার সংক্রান্ত সেবা দেয়া হয়েছে। এছাড়া মিশিগানের পার্শ্ববর্তী ওহায়ো ও ইন্ডিয়ানা স্টেটের অনেকে ক্যাম্পে এসে সেবা নিয়েছেন। সেবার মধ্যে রয়েছে, ৯৮০টি নতুন পাসপোর্ট তৈরি ও নবায়ন। নো ভিসা রিকোয়ার্ড ১ হাজার ১৭টি ও পাওয়ার অব অ্যাটর্নি ৬০টি। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমানের নেতৃত্বে আবদুল্লা আল নোমান, লুৎফুর রহমান ও মনজুর এলাহী এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় স্থানীয়ভাবে সহযোগিতা করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আবদুর শাকুর খান মাখন, বিএডিসি সভাপতি মুহিত মাহমুদ, কমিউনিটি অ্যাক্টিভিস সেলিম আহমেদ, খাজা সাহাব উদ্দিন, যুবলীগ সভাপতি মাহমুদ আজিজ সুমন, সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদ, মো.তাহের লুৎফুর, নুরুজ্জামান এখলাছ, খাজা আফজল হোসেনসহ অনেকেই।
দূতাবাসের প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট) আশফাকুল নোমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে এই কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রথমে চার দিনের সেবা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এত বেশি আবেদন হওয়ার কারণে আরও একদিন বাড়িয়ে পাঁচ দিন সেবা প্রদান করেছি। করোনার নিয়ম মেনে তারা সেবা গ্রহণ করেছেন। সফলভাবে সবার সহযোগিতায় এ কনস্যুলার ক্যাম্পটি পরিচালনা করতে পেরেছি। এ সময় তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিশিগানে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে কনস্যুলার ক্যাম্প স্থাপন করে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি অফিস। বাংলা টাউন খ্যাত হেমট্রামিক সিটির কাবাব হাউজে পাঁচ দিনব্যাপী ক্যাম্পে এসে সেবা গ্রহণ করেন বাংলাদেশি প্রবাসীরা। হাতের কাছে সেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
দূতাবাস সূত্র জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই পাঁচ দিনে ২ হাজার ৫৭ জন প্রবাসীকে কনস্যুলার সংক্রান্ত সেবা দেয়া হয়েছে। এছাড়া মিশিগানের পার্শ্ববর্তী ওহায়ো ও ইন্ডিয়ানা স্টেটের অনেকে ক্যাম্পে এসে সেবা নিয়েছেন। সেবার মধ্যে রয়েছে, ৯৮০টি নতুন পাসপোর্ট তৈরি ও নবায়ন। নো ভিসা রিকোয়ার্ড ১ হাজার ১৭টি ও পাওয়ার অব অ্যাটর্নি ৬০টি। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাকুল নোমানের নেতৃত্বে আবদুল্লা আল নোমান, লুৎফুর রহমান ও মনজুর এলাহী এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় স্থানীয়ভাবে সহযোগিতা করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আবদুর শাকুর খান মাখন, বিএডিসি সভাপতি মুহিত মাহমুদ, কমিউনিটি অ্যাক্টিভিস সেলিম আহমেদ, খাজা সাহাব উদ্দিন, যুবলীগ সভাপতি মাহমুদ আজিজ সুমন, সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদ, মো.তাহের লুৎফুর, নুরুজ্জামান এখলাছ, খাজা আফজল হোসেনসহ অনেকেই।
দূতাবাসের প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট) আশফাকুল নোমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে এই কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রথমে চার দিনের সেবা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এত বেশি আবেদন হওয়ার কারণে আরও একদিন বাড়িয়ে পাঁচ দিন সেবা প্রদান করেছি। করোনার নিয়ম মেনে তারা সেবা গ্রহণ করেছেন। সফলভাবে সবার সহযোগিতায় এ কনস্যুলার ক্যাম্পটি পরিচালনা করতে পেরেছি। এ সময় তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।