বিজেপি নেতাদের সঙ্গে মতবিরোধ: পদত্যাগ করতে যাচ্ছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৫:৫৩:৩৬ | অনলাইন সংস্করণ
ভারতের উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াতে মঙ্গলবার বিকালে তিনি সংবাদ সম্মেলনে আসতে পারেন। এরপর পদত্যাগপত্র জমা দিতে বিকাল চারটায় তিনি গভর্নরের সঙ্গে দেখা করবেন।
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার বৈঠকের পর ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।
রাজ্য বিজেপির এমএলএ ও এমপিদের একটি অংশের সঙ্গে তার ব্যাপক মতানৈক্য হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, তা এমপিদের অপছন্দ।
সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যটিতে দুজন পর্যবেক্ষণ পাঠান। তারা হলেন, দলীয় সহ-সভাপতি রমন সিং ও সাধারণ সম্পাদক দুশান্ত কুমার গৌতম।
তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আইনপ্রণেতাদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন দেন। ২০১৭ সালের নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৫৭টিতে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ত্রিভেন্দ্র রাওয়াত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিজেপি নেতাদের সঙ্গে মতবিরোধ: পদত্যাগ করতে যাচ্ছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী
ভারতের উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াতে মঙ্গলবার বিকালে তিনি সংবাদ সম্মেলনে আসতে পারেন। এরপর পদত্যাগপত্র জমা দিতে বিকাল চারটায় তিনি গভর্নরের সঙ্গে দেখা করবেন।
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার বৈঠকের পর ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।
রাজ্য বিজেপির এমএলএ ও এমপিদের একটি অংশের সঙ্গে তার ব্যাপক মতানৈক্য হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, তা এমপিদের অপছন্দ।
সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যটিতে দুজন পর্যবেক্ষণ পাঠান। তারা হলেন, দলীয় সহ-সভাপতি রমন সিং ও সাধারণ সম্পাদক দুশান্ত কুমার গৌতম।
তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আইনপ্রণেতাদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন দেন। ২০১৭ সালের নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৫৭টিতে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ত্রিভেন্দ্র রাওয়াত।