ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় মাত্র একজন সমর্থক!
যুগান্তর ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৯:২৩:৫৯ | অনলাইন সংস্করণ
হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথমবারের মতো সোমবার নিজ শহর নিউইয়র্কে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়েছেন।
বর্তমানে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে বাস করছেন। তবে তিনি ম্যানহাটনের ফিফথ এভিনিউতে ট্রাম্প টাওয়ারের শীর্ষে তার বিলাসবহুল আবাসস্থলও রক্ষণাবেক্ষণ করছেন।
রোববার রাতে এসে পৌঁছানোর পর তাকে খুব অল্প সময়ের জন্য দেখা গেছে। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি ছবিতে তাকে তার কালো এসইউভি’র পেছনের জানালা দিয়ে একজন সমর্থকের উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে।
ওই সমর্থক একাই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় দাঁড়িয়েছিল। তবে সোমবার দুপুরে প্রায় ২০ সমর্থকককে ট্রাম্প টাওয়ারের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কেউ বলতে পারেনি ট্রাম্প শুভেচ্ছা জানাতে নিচে নেমে আসবেন কিনা। যেমনটা তিনি আগে করেছেন।
এদিকে টাওয়ারটি উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ পরিবেষ্টিত রয়েছে। ট্রাম্পের নিউইয়র্কে আসার বিষয়ে তার অফিস থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কাছে জানতে চাওয়া হলে তারাও কোনো তথ্য সরবরাহ করেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় মাত্র একজন সমর্থক!
হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথমবারের মতো সোমবার নিজ শহর নিউইয়র্কে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়েছেন।
বর্তমানে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে বাস করছেন। তবে তিনি ম্যানহাটনের ফিফথ এভিনিউতে ট্রাম্প টাওয়ারের শীর্ষে তার বিলাসবহুল আবাসস্থলও রক্ষণাবেক্ষণ করছেন।
রোববার রাতে এসে পৌঁছানোর পর তাকে খুব অল্প সময়ের জন্য দেখা গেছে। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি ছবিতে তাকে তার কালো এসইউভি’র পেছনের জানালা দিয়ে একজন সমর্থকের উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে।
ওই সমর্থক একাই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় দাঁড়িয়েছিল। তবে সোমবার দুপুরে প্রায় ২০ সমর্থকককে ট্রাম্প টাওয়ারের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কেউ বলতে পারেনি ট্রাম্প শুভেচ্ছা জানাতে নিচে নেমে আসবেন কিনা। যেমনটা তিনি আগে করেছেন।
এদিকে টাওয়ারটি উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ পরিবেষ্টিত রয়েছে। ট্রাম্পের নিউইয়র্কে আসার বিষয়ে তার অফিস থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কাছে জানতে চাওয়া হলে তারাও কোনো তথ্য সরবরাহ করেনি।