ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের হাতে তৃণমূল নেতা খুন
অনলাইন ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ২০:২৩:০৯ | অনলাইন সংস্করণ

ভোট দিয়ে ফেরার সময় নিহত এক তৃণমূল নেতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করেছে বিজেপি কর্মীরা।
মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন গোঘাটের এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তৃণমূল। নিহত সুনীল রায় (৭২) গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ করেছে তৃণমূল। খবর আনন্দবাজার পত্রিকার।
তৃণমূলের দাবি, সুনীল ভোট দিয়ে ফেরার সময় বিজেপির কর্মীরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওই নেতা। পরে তার মৃত্যু হয়।
সুনীলের বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গোঘাটের হাটপুকুরে তৃণমূল কর্মী বুথ এজেন্ট বিকাশ রায় বলেন, ‘বাবা দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আগে একাধিকবার তাকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।’’
মঙ্গলবার ফলুই-এর একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। তার অভিযোগ, বাবা ভোট দিয়ে ফেরার সময় তাকে ঠেলে ফেলে দেয় বিজেপির কর্মীরা।
গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের অভিযোগ, ‘নব্য বিজেপি যারা সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তারাই এই কাজ করেছেন।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের হাতে তৃণমূল নেতা খুন

ভোট দিয়ে ফেরার সময় নিহত এক তৃণমূল নেতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করেছে বিজেপি কর্মীরা।
মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন গোঘাটের এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তৃণমূল। নিহত সুনীল রায় (৭২) গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ করেছে তৃণমূল। খবর আনন্দবাজার পত্রিকার।
তৃণমূলের দাবি, সুনীল ভোট দিয়ে ফেরার সময় বিজেপির কর্মীরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওই নেতা। পরে তার মৃত্যু হয়।
সুনীলের বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গোঘাটের হাটপুকুরে তৃণমূল কর্মী বুথ এজেন্ট বিকাশ রায় বলেন, ‘বাবা দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আগে একাধিকবার তাকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।’’
মঙ্গলবার ফলুই-এর একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। তার অভিযোগ, বাবা ভোট দিয়ে ফেরার সময় তাকে ঠেলে ফেলে দেয় বিজেপির কর্মীরা।
গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের অভিযোগ, ‘নব্য বিজেপি যারা সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তারাই এই কাজ করেছেন।’