ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী এখন ফক্স নিউজের ‘প্রদায়ক’
অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ১২:১৩:২১ | অনলাইন সংস্করণ
মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের ‘প্রদায়ক’ হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বৃহস্পতিবার রক্ষণশীল খবরের চ্যানেলটি এক ঘোষণায় এমন তথ্য দিয়েছে।
এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।
ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান্নি স্কট বলেন, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও।
‘আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।’
২০১৮ সালের এপ্রিলে পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়েরও পরিচালক ছিলেন তিনি।
সম্প্রতি ২০২২ সালে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক বর্জনের ডাক দিয়েছেন পম্পেও। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরুর ক্ষেত্রে সামনের সারিতে থেকে তিনি ভূমিকা পালন করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী এখন ফক্স নিউজের ‘প্রদায়ক’
মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের ‘প্রদায়ক’ হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বৃহস্পতিবার রক্ষণশীল খবরের চ্যানেলটি এক ঘোষণায় এমন তথ্য দিয়েছে।
এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।
ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান্নি স্কট বলেন, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও।
‘আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।’
২০১৮ সালের এপ্রিলে পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়েরও পরিচালক ছিলেন তিনি।
সম্প্রতি ২০২২ সালে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক বর্জনের ডাক দিয়েছেন পম্পেও। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরুর ক্ষেত্রে সামনের সারিতে থেকে তিনি ভূমিকা পালন করেছেন।