মাল্টায় সাংবাদিক হত্যা, তদন্তে রাষ্ট্রের দায় মিলেছে
অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২১, ২২:৫৯:২০ | অনলাইন সংস্করণ
মাল্টার অনুসন্ধানীসাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা হত্যাকাণ্ডে রাষ্ট্রের গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনের বরাতে মাল্টার গণমাধ্যমে বলা হয়েছে, রাষ্ট্র রিপোর্টারের জীবনের ঝুঁকি শনাক্ত করতে এবং সেই ঝুঁকি দূর করতে ব্যর্থ হয়েছে।
২০১৭ সালে এক গাড়ি বোমা হামলায় গালিজা নিহত হন। বোমায় তার গাড়িটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর পথে তার গাড়িতে বিস্ফোরণ ঘটে।
সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজাসেসময় দেশটির সরকারের দুর্নীতির তদন্ত করছিলেন।
এই হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জোসেফ মুসকাটের নেতৃত্বে একটি তদন্ত শুরু হয়। তদন্তে তার ঘনিষ্ঠ সহযোগীর সম্পৃক্ততা পাওয়ায় তিনি পদত্যাগ করেন।
বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং উচ্চ-পর্যায়ের দুর্নীতির তীব্র সমালোচক গালিজার ব্লগ মাল্টায় বেশ জনপ্রিয় ছিল। তার সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জোসেফ মাসকটও। প্রধানমন্ত্রী মাসকট প্রায় প্রতিদিন বিশেষভাবে তার সমালোচনার শিকার হতেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাল্টায় সাংবাদিক হত্যা, তদন্তে রাষ্ট্রের দায় মিলেছে
মাল্টার অনুসন্ধানী সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা হত্যাকাণ্ডে রাষ্ট্রের গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনের বরাতে মাল্টার গণমাধ্যমে বলা হয়েছে, রাষ্ট্র রিপোর্টারের জীবনের ঝুঁকি শনাক্ত করতে এবং সেই ঝুঁকি দূর করতে ব্যর্থ হয়েছে।
২০১৭ সালে এক গাড়ি বোমা হামলায় গালিজা নিহত হন। বোমায় তার গাড়িটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর পথে তার গাড়িতে বিস্ফোরণ ঘটে।
সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা সেসময় দেশটির সরকারের দুর্নীতির তদন্ত করছিলেন।
এই হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জোসেফ মুসকাটের নেতৃত্বে একটি তদন্ত শুরু হয়। তদন্তে তার ঘনিষ্ঠ সহযোগীর সম্পৃক্ততা পাওয়ায় তিনি পদত্যাগ করেন।
বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং উচ্চ-পর্যায়ের দুর্নীতির তীব্র সমালোচক গালিজার ব্লগ মাল্টায় বেশ জনপ্রিয় ছিল। তার সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জোসেফ মাসকটও। প্রধানমন্ত্রী মাসকট প্রায় প্রতিদিন বিশেষভাবে তার সমালোচনার শিকার হতেন।