পাকিস্তানে ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব

 অনলাইন ডেস্ক 
০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২০ পিএম  |  অনলাইন সংস্করণ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা সাইয়েদ আলী শাহ গিলানির মরদেহের প্রতি অমানবিক আচরণের অভিযোগে পাকিস্তানে নিযুক্ত ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান।

কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের এই নেতার মৃতদেহ তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় এবং তার ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজনদেরকে দাফন অনুষ্ঠান সম্পন্ন করতে দেয়া হয়নি বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। খবর দ্য ডনের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয় এবং কাশ্মীরের প্রখ্যাত প্রবীন নেতা সাইয়েদ আলী শাহ গিলানীর মৃতদেহের প্রতি অমানবিক আচরণের কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, মরহুম আলী শাহ গিলানীর মৃতদেহের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের চরম লঙ্ঘন।

এদিকে, ইসলামাবাদের বাদশা ফয়সাল মসজিদে শুক্রবার আলী শাহ গিলানীর জন্য গায়েবানা জানাজা পড়া হয়েছে। এতে অংশ নেন পাক প্রেসিডেন্ট ড. আরিফ আলভী, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, বেশ কয়েকজন সংসদ সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : কাশ্মীর সংকট