ইসরাইলের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া
অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৩:২৬ | অনলাইন সংস্করণ
সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে শুক্রবার রাতে ইসরাইল কমপক্ষ্যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল।
রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, ইসরাইলি এসব ক্ষেপণাস্ত্রের ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। খবর রয়টার্সের।
সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমানবাহিনীর এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।
ইসরাইলের দাবি, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানি গোয়েন্দাঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসরাইলের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া
সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে শুক্রবার রাতে ইসরাইল কমপক্ষ্যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল।
রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, ইসরাইলি এসব ক্ষেপণাস্ত্রের ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। খবর রয়টার্সের।
সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমানবাহিনীর এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।
ইসরাইলের দাবি, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানি গোয়েন্দাঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।