সিরিয়ায় দারা প্রদেশে আত্মসমর্পণ করছে শত শত বিদ্রোহী
অনলাইন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:০০:১২ | অনলাইন সংস্করণ
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের তাফাস শহরে আসাদবিরোধী শত শত বিদ্রোহী গেরিলা দেশটির সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে।
আসাদ সরকারের সঙ্গে সই হওয়া সংহতি চুক্তির আওতায় এসব সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। খবর স্পুৎনিকের।
এসব গেরিলা শনিবার তাদের নিজেদের তৈরি করা বহু রকেট এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ মেশিনগান, কলাসনিকভ রাইফেল ও গোলাবারুদ জমা দেয়।
গত আট বছরের মধ্যে বোরবারই প্রথম সিরিয়ার সরকারি সেনারা তাফাস শহরে প্রবেশ করে। সন্ত্রাসীদের অস্ত্র জমা দেওয়ার পর সিরিয়ার সেনারা শহরটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ শুরু করেছে।
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, শহরের বিভিন্ন অংশে সেনা মোতায়েন করা হচ্ছে, যাতে শহরের ক্ষতি ও ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা যায়।
দারা প্রদেশের সংহতি কমিটির প্রধান হামজা হাম্মাম জানান, ৪৪৭ জন অস্ত্র জমা দিয়েছে, যাদের মধ্যে ৩৪১ জন ছিল সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী।
অস্ত্র জমা দেওয়ার পর এসব গেরিলা অঙ্গীকার করেছে, তারা আর কখনও এমন কোনো কাজ করবে যার কারণে সহিংসতা সৃষ্টি হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিরিয়ায় দারা প্রদেশে আত্মসমর্পণ করছে শত শত বিদ্রোহী
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের তাফাস শহরে আসাদবিরোধী শত শত বিদ্রোহী গেরিলা দেশটির সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে।
আসাদ সরকারের সঙ্গে সই হওয়া সংহতি চুক্তির আওতায় এসব সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। খবর স্পুৎনিকের।
এসব গেরিলা শনিবার তাদের নিজেদের তৈরি করা বহু রকেট এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ মেশিনগান, কলাসনিকভ রাইফেল ও গোলাবারুদ জমা দেয়।
গত আট বছরের মধ্যে বোরবারই প্রথম সিরিয়ার সরকারি সেনারা তাফাস শহরে প্রবেশ করে। সন্ত্রাসীদের অস্ত্র জমা দেওয়ার পর সিরিয়ার সেনারা শহরটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ শুরু করেছে।
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, শহরের বিভিন্ন অংশে সেনা মোতায়েন করা হচ্ছে, যাতে শহরের ক্ষতি ও ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা যায়।
দারা প্রদেশের সংহতি কমিটির প্রধান হামজা হাম্মাম জানান, ৪৪৭ জন অস্ত্র জমা দিয়েছে, যাদের মধ্যে ৩৪১ জন ছিল সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী।
অস্ত্র জমা দেওয়ার পর এসব গেরিলা অঙ্গীকার করেছে, তারা আর কখনও এমন কোনো কাজ করবে যার কারণে সহিংসতা সৃষ্টি হয়।