জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে হত্যা করল সহকর্মীরা
ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মিরের কুফওয়ারা জেলায় একটি মন্দিরে সন্দেহজনক জঙ্গি ভেবে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারই সহকর্মীরা। বুধবার এ কথা জানিয়েছে উপত্যকার স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, অজয় দার নামে এক পুলিশ সদস্য গভীর রাতে জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সন্দেদভাজন জঙ্গি ভেবে গুলি করে। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পুলিশ সদস্যের কানে হেডফোন লাগানো ছিল, সহকর্মীদের উচ্চশব্দ সত্ত্বেও তিনি সাড়া দেননি। পরে মন্দিরে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে গুলি করেন।
এ ঘটনায় উত্তর কাশ্মিরের ডিআইজি বলেন, গতরাতে অপ্রত্যাশিত ঘটনায় অজয় দার নামে এক পুলিশ সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি মধ্যরাতে জোরপূর্বক একটি মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন।
ওই পুলিশ সদস্য এন্টি ন্যাশনাল এলিমেন্টসের (এএনই) গুলিতে নিহত হয়েছেন, যোগ করেন ডিআইজি।
কাশ্মিরের বেশিরভাগ মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিকদের গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে হত্যা করল সহকর্মীরা
অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২:০৬ | অনলাইন সংস্করণ
ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মিরের কুফওয়ারা জেলায় একটি মন্দিরে সন্দেহজনক জঙ্গি ভেবে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারই সহকর্মীরা। বুধবার এ কথা জানিয়েছে উপত্যকার স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, অজয় দার নামে এক পুলিশ সদস্য গভীর রাতে জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সন্দেদভাজন জঙ্গি ভেবে গুলি করে। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পুলিশ সদস্যের কানে হেডফোন লাগানো ছিল, সহকর্মীদের উচ্চশব্দ সত্ত্বেও তিনি সাড়া দেননি। পরে মন্দিরে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে গুলি করেন।
এ ঘটনায় উত্তর কাশ্মিরের ডিআইজি বলেন, গতরাতে অপ্রত্যাশিত ঘটনায় অজয় দার নামে এক পুলিশ সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি মধ্যরাতে জোরপূর্বক একটি মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন।
ওই পুলিশ সদস্য এন্টি ন্যাশনাল এলিমেন্টসের (এএনই) গুলিতে নিহত হয়েছেন, যোগ করেন ডিআইজি।
কাশ্মিরের বেশিরভাগ মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিকদের গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023