সেই মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা যৌতুক সাধলেন আরব শেখ
যুগান্তর ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫০:১৯ | অনলাইন সংস্করণ
পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন এই মডেল। তাই পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে সম্প্রতি শিরোনামে এসেছিলেন তিনি। বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো তার ছবিও ভাইরাল হয়েছিল। নিজের বিশেষ দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি।
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানান, এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।
ওই গণমাধ্যমকে ক্রিস জানান, আবর শেখ আমাকে বিয়ে করার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) যৌতুক দিতে চেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রিস ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন।
ক্রিস অবশ্য তার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেই মডেলকে বিয়ে করতে ৪ কোটি টাকা যৌতুক সাধলেন আরব শেখ
পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন এই মডেল। তাই পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে সম্প্রতি শিরোনামে এসেছিলেন তিনি। বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো তার ছবিও ভাইরাল হয়েছিল। নিজের বিশেষ দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি।
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানান, এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।
ওই গণমাধ্যমকে ক্রিস জানান, আবর শেখ আমাকে বিয়ে করার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) যৌতুক দিতে চেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রিস ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন।
ক্রিস অবশ্য তার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।