কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স
যুগান্তর ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১৭:০৩:০৬ | অনলাইন সংস্করণ
রীতিমতো কাবিননামায় স্বাক্ষর করে নিজের প্রিয় রাইস কুকারকেবিয়ে করেছিলেন এক যুবক। বিয়ের পর ‘কনে’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করে আলোড়ন তুলেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র চারদিন পরই প্রিয় রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন ওই যুবক। কারণ শুনে অবশ্য নেটিজেনরা অবাক হয়ে গেছেন।
শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার খোইরুল আনাম নামে এক যুবক রাইস কুকারকে বিয়ে করার ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করেছেন। একটা ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতে দেখা গেছে। আরেকটা ছবিতে তিনি দেখা গেছে, তিনি বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন।
ওই পোস্টের ক্যাপশনে তিনি রাইস কুকার সম্পর্কে বলেছেন, এটা রান্নার ব্যাপারে একদম বাধ্য, সৎ, প্রেমময় ও ভালো।
তার এই পোস্ট দেখে অবশ্য নেটিজেনরা হাসি থামতে পারছেন না। ফেসবুকে তার পোস্টে ১০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটিতে কমেন্ট করেছেন বারোশ’ জনের বেশি মানুষ।
যদিও প্রিয় রাইস কুকারের প্রতি ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র চারদিন পর তাকে ‘ডিভোর্স’ও দিয়েছেন তিনি। তার মতে এই রাইস কুকার শুধু ভাত রান্না করতে পারে। অন্য কাজে মোটেও পারদর্শী নয়। ফেসবুকে বিচ্ছেদের ঘোষণাও দিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাবিননামায় স্বাক্ষর করে রাইস কুকারকে বিয়ে, ৪ দিন পর ডিভোর্স
রীতিমতো কাবিননামায় স্বাক্ষর করে নিজের প্রিয় রাইস কুকারকে বিয়ে করেছিলেন এক যুবক। বিয়ের পর ‘কনে’র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করে আলোড়ন তুলেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র চারদিন পরই প্রিয় রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন ওই যুবক। কারণ শুনে অবশ্য নেটিজেনরা অবাক হয়ে গেছেন।
শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার খোইরুল আনাম নামে এক যুবক রাইস কুকারকে বিয়ে করার ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করেছেন। একটা ছবিতে তাকে রাইস কুকারকে চুমু খেতে দেখা গেছে। আরেকটা ছবিতে তিনি দেখা গেছে, তিনি বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন।
ওই পোস্টের ক্যাপশনে তিনি রাইস কুকার সম্পর্কে বলেছেন, এটা রান্নার ব্যাপারে একদম বাধ্য, সৎ, প্রেমময় ও ভালো।
তার এই পোস্ট দেখে অবশ্য নেটিজেনরা হাসি থামতে পারছেন না। ফেসবুকে তার পোস্টে ১০ হাজারের বেশি লাইক পড়েছে। পোস্টটিতে কমেন্ট করেছেন বারোশ’ জনের বেশি মানুষ।
যদিও প্রিয় রাইস কুকারের প্রতি ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র চারদিন পর তাকে ‘ডিভোর্স’ও দিয়েছেন তিনি। তার মতে এই রাইস কুকার শুধু ভাত রান্না করতে পারে। অন্য কাজে মোটেও পারদর্শী নয়। ফেসবুকে বিচ্ছেদের ঘোষণাও দিয়েছেন তিনি।