কাবুলে তালেবানের গাড়িতে আইএসের বোমা হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার তালেবানকে লক্ষ্য করে গাড়ি হামলা চালিয়েছে আইএস।
কাবুলের উত্তরাঞ্চলে শুক্রবার ওই হামলা চালায় আইএস জঙ্গিরা। খবর আনাদোলুর।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, পারওয়ান প্রদেশের চারিকার এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে।
গাড়িবোমা হামলায় কয়েকজন তালেবান গুরুতর আহত হয়েছেন। আইএসবিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানান জাবিহউল্লাহ মুজাহিদ।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে আইএসের সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।
পূর্বঞ্চলীয় প্রদেশ জালাবাদে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর আইএসের জঙ্গি হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাবুলে তালেবানের গাড়িতে আইএসের বোমা হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার তালেবানকে লক্ষ্য করে গাড়ি হামলা চালিয়েছে আইএস।
কাবুলের উত্তরাঞ্চলে শুক্রবার ওই হামলা চালায় আইএস জঙ্গিরা। খবর আনাদোলুর।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, পারওয়ান প্রদেশের চারিকার এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে।
গাড়িবোমা হামলায় কয়েকজন তালেবান গুরুতর আহত হয়েছেন। আইএসবিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানান জাবিহউল্লাহ মুজাহিদ।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে আইএসের সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।
পূর্বঞ্চলীয় প্রদেশ জালাবাদে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর আইএসের জঙ্গি হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।