কোহলিদের হারিয়ে আইসিসির টুইটারে কভার পেজে শাহিন আফ্রিদিরা
স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০৭:৫৭:১৪ | অনলাইন সংস্করণ
ভারতের কাছে বিশ্বকাপের মঞ্চে এর আগে টানা এক ডজন বার হারতে হয়েছে পাকিস্তানকে।
রোববার সেই হারের যেন বদলা নিলেন বাবর আজমরা। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ম্যাচে ভারতের লজ্জার দিনে জ্বলে উঠলেন বাবর আজমরা।
সেই হারের পর আইসিসির টুইটারের কভার পেজে দেখা গেল পাকিস্তান দলের ছবি। এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে।
জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সামিদের দিশাহীন করে দিলেন শাহিন আফ্রিদিরা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে হারিয়ে যে ধাক্কা খেয়েছিল ভারত, গোটা ম্যাচে তা থেকে বার হতেই পারলেন না কোহলিরা।
ম্যাচশেষে কোহলির মুখেও বারবার শোনা গেল শুরুতেই উইকেট হারানোর কথা। বিরল এক ইতিহাস রচিত হলো রোববার। বিশ্বকাপের মঞ্চে ভারতকে নাস্তানাবুদ করে হারিয়ে দিল পাকিস্তান।
ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইউনিস খান ও ইনজামামুল হকরা যা পারেননি, সেটিই হেসেখেলে করে দেখালেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা।
ভারতকে সব বিভাগেই নাজেহাল করে ছেড়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ভারত-পাকিস্তান ম্যাচ ‘দুর্ভাগা’ হয়ে উঠল কোহলিদের কাছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোহলিদের হারিয়ে আইসিসির টুইটারে কভার পেজে শাহিন আফ্রিদিরা
ভারতের কাছে বিশ্বকাপের মঞ্চে এর আগে টানা এক ডজন বার হারতে হয়েছে পাকিস্তানকে।
রোববার সেই হারের যেন বদলা নিলেন বাবর আজমরা। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ম্যাচে ভারতের লজ্জার দিনে জ্বলে উঠলেন বাবর আজমরা।
সেই হারের পর আইসিসির টুইটারের কভার পেজে দেখা গেল পাকিস্তান দলের ছবি। এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে।
জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সামিদের দিশাহীন করে দিলেন শাহিন আফ্রিদিরা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে হারিয়ে যে ধাক্কা খেয়েছিল ভারত, গোটা ম্যাচে তা থেকে বার হতেই পারলেন না কোহলিরা।
ম্যাচশেষে কোহলির মুখেও বারবার শোনা গেল শুরুতেই উইকেট হারানোর কথা। বিরল এক ইতিহাস রচিত হলো রোববার। বিশ্বকাপের মঞ্চে ভারতকে নাস্তানাবুদ করে হারিয়ে দিল পাকিস্তান।
ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইউনিস খান ও ইনজামামুল হকরা যা পারেননি, সেটিই হেসেখেলে করে দেখালেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা।
ভারতকে সব বিভাগেই নাজেহাল করে ছেড়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ভারত-পাকিস্তান ম্যাচ ‘দুর্ভাগা’ হয়ে উঠল কোহলিদের কাছে।