অভ্যুত্থানের জেরে সুদানের সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন
অনলাইন ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২২:১৩:২৯ | অনলাইন সংস্করণ
সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আফ্রিকান ইউনিয়ন দেশটির সদস্যপদ স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচনকেন্দ্রিক অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পরপরই সঙ্কট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় সংস্থাটি দেশটির সদস্যপদ বাতিলের ঘোষণা দিল
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।
অভ্যুত্থানের পরপরই যুক্তরাষ্ট্র সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দেয়। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
এদিকে সেনাবাহিনীর হাতে আটক হওয়া সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক বুধবার সেনা প্রহরায় নিজ বাড়িফিরেছেন। এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভ্যুত্থানের জেরে সুদানের সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন
সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আফ্রিকান ইউনিয়ন দেশটির সদস্যপদ স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচনকেন্দ্রিক অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পরপরই সঙ্কট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় সংস্থাটি দেশটির সদস্যপদ বাতিলের ঘোষণা দিল
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।
অভ্যুত্থানের পরপরই যুক্তরাষ্ট্র সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দেয়। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
এদিকে সেনাবাহিনীর হাতে আটক হওয়া সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক বুধবার সেনা প্রহরায় নিজ বাড়ি ফিরেছেন। এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।