অভ্যুত্থানের সমালোচনা করায় ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করল সুদান

 অনলাইন ডেস্ক 
২৮ অক্টোবর ২০২১, ০৯:৩৭ পিএম  |  অনলাইন সংস্করণ

অভ্যুত্থান ঘটিয়ে সদ্য ক্ষমতা দখল করা সুদানের সেনাশাসক বিভিন্ন দেশে ও সংস্থায় থাকা  নিজেদের ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ দমাতে আরও কঠোর হয়েছে নিরাপত্তা বাহিনী।

আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার সুদানে অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের সমালোচনা করায় সেনাশাসক এই ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন।  । 

বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতেরা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, কাতার, ফ্রান্স ও সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত ছিলেন।

তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে সুদানের সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশটি শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। গত সেপ্টেম্বরে ওমর আল-বশিরের অনুসারীদের একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির অন্তর্বর্তী বেসামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় সেনারা।

সোমবার সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ দেশটির একাধিক মন্ত্রীকে গ্রেফতার করে সুদানের সেনাবাহিনী। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন