সমুদ্রে বিধ্বস্ত বিমান, অলৌকিকভাবে বেঁচে গেলেন সব আরোহী (ভিডিও)
যুগান্তর ডেস্ক
১৩ নভেম্বর ২০২১, ২০:৩৪:৫৯ | অনলাইন সংস্করণ
সমুদ্রে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ছোট ইঞ্জিন বিশিষ্ট ওই বিমানটি অস্ট্রেলিয়ার পার্থ শহরে সমুদ্রে বিধ্বস্ত হয়। তবে ওই বিমানের আরোহীরা প্রাণে বেঁচে গেলেন।
ছোট ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে পাইলট ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন।
বিমানটির ইঞ্জিন বিকল হওয়ার পর তা সমুদ্রে বিধ্বস্ত হয়। তবেআরোহীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। তবে বিমানটি তীর থেকে অল্প দূরে বিধ্বস্ত হওয়ায় মাত্র ২০ মিটার সাঁতরে তারা সমুদ্রের তীরে আসতে সক্ষম হন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সমুদ্রের তীরে অনেকেই উপস্থিত ছিলেন। তারা ওই সময়কার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিমানের যাত্রীকে সাঁতরে তীরে আসার পর স্বাভাবিকভাবে নিজের মোবাইল ফোন খুঁজতে থাকে। ফোনটি তার পকেটেই ছিল। এবং সেটা কাজও করছিল বলে ওই ব্যক্তি জানান।
বিমানটি পানিতে পড়ার সময় টিনের কোনো পাত্র পানিতেপড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ শোনা যাচ্ছিল বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
বিমানচালকের দক্ষতাতেই তারা প্রাণে বেঁচে যান বলে জানিয়েছে পুলিশ।
Scenes over in Perth. Plane has crashed into the ocean at City Beach - I’m told due to engine failure. No one believed to be injured pic.twitter.com/7Yt57TKCuf
— Sam McManus (@SamFMcManus) November 13, 2021
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সমুদ্রে বিধ্বস্ত বিমান, অলৌকিকভাবে বেঁচে গেলেন সব আরোহী (ভিডিও)
সমুদ্রে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ছোট ইঞ্জিন বিশিষ্ট ওই বিমানটি অস্ট্রেলিয়ার পার্থ শহরে সমুদ্রে বিধ্বস্ত হয়। তবে ওই বিমানের আরোহীরা প্রাণে বেঁচে গেলেন।
ছোট ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে পাইলট ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন।
বিমানটির ইঞ্জিন বিকল হওয়ার পর তা সমুদ্রে বিধ্বস্ত হয়। তবে আরোহীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। তবে বিমানটি তীর থেকে অল্প দূরে বিধ্বস্ত হওয়ায় মাত্র ২০ মিটার সাঁতরে তারা সমুদ্রের তীরে আসতে সক্ষম হন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সমুদ্রের তীরে অনেকেই উপস্থিত ছিলেন। তারা ওই সময়কার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিমানের যাত্রীকে সাঁতরে তীরে আসার পর স্বাভাবিকভাবে নিজের মোবাইল ফোন খুঁজতে থাকে। ফোনটি তার পকেটেই ছিল। এবং সেটা কাজও করছিল বলে ওই ব্যক্তি জানান।
বিমানটি পানিতে পড়ার সময় টিনের কোনো পাত্র পানিতে পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ শোনা যাচ্ছিল বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
বিমানচালকের দক্ষতাতেই তারা প্রাণে বেঁচে যান বলে জানিয়েছে পুলিশ।
Scenes over in Perth. Plane has crashed into the ocean at City Beach - I’m told due to engine failure. No one believed to be injured pic.twitter.com/7Yt57TKCuf
— Sam McManus (@SamFMcManus) November 13, 2021