আর্মেনিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ আজারবাইজানের
অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর ২০২১, ১০:৪৩:০০ | অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিবেশী আজারবাইজানে নতুন করে উসকানিমূলক হামলার অভিযোগ উঠেছে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবার আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গুলিবর্ষণ করেছে আর্মেনিয়া। খবর আনাদোলুর।
এতে আরও বলা হয়, আর্মেনীয় বাহিনী সীমান্তের ওপার থেকে আজারবাইজানের কালবাজার অঞ্চলে গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে বিতর্কিত কারাবাখ অঞ্চল দখল করে নেয় আজারবাইজান।
৩০ বছর এলাকাটি পুনরুদ্ধার করে আজারবাইজান। পরে গত বছরের ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্মেনিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ আজারবাইজানের
যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিবেশী আজারবাইজানে নতুন করে উসকানিমূলক হামলার অভিযোগ উঠেছে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবার আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গুলিবর্ষণ করেছে আর্মেনিয়া। খবর আনাদোলুর।
এতে আরও বলা হয়, আর্মেনীয় বাহিনী সীমান্তের ওপার থেকে আজারবাইজানের কালবাজার অঞ্চলে গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে বিতর্কিত কারাবাখ অঞ্চল দখল করে নেয় আজারবাইজান।
৩০ বছর এলাকাটি পুনরুদ্ধার করে আজারবাইজান। পরে গত বছরের ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।