ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত: পুতিন
সোচিতে পুতিনের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কৃষ্ণসাগর উপকূলীয় শহর সোচিতে মঙ্গলবার বৈঠক করেছেন।
রুশ অবকাশকেন্দ্রে দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। খবর জেরুজালেম পোস্ট ও স্পুটনিকের।
পুতিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের সমাধান করার কথা বলে আসছে মস্কো।
এ ছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের বিষয়ে রাশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়েও কথা হয়।
বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিনিদের বিষয়ে রাশিয়ার অবস্থান এবং চলমান সংকটের ব্যাপারে মস্কো যে প্রচেষ্টা চালাচ্ছে, তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান।
রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সফরে যান। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আশা করছেন যে, রাশিয়ার ভূমিকায় ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হবে।
ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত: পুতিন
সোচিতে পুতিনের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
অনলাইন ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১৫:১৩:১৮ | অনলাইন সংস্করণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কৃষ্ণসাগর উপকূলীয় শহর সোচিতে মঙ্গলবার বৈঠক করেছেন।
রুশ অবকাশকেন্দ্রে দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। খবর জেরুজালেম পোস্ট ও স্পুটনিকের।
পুতিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের সমাধান করার কথা বলে আসছে মস্কো।
এ ছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের বিষয়ে রাশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়েও কথা হয়।
বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিনিদের বিষয়ে রাশিয়ার অবস্থান এবং চলমান সংকটের ব্যাপারে মস্কো যে প্রচেষ্টা চালাচ্ছে, তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান।
রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সফরে যান। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আশা করছেন যে, রাশিয়ার ভূমিকায় ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023