যে পোশাক নিষিদ্ধ করে ফের আলোচনায় কিম জং-উন
যুগান্তর ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ০৬:০৩ পিএম | অনলাইন সংস্করণ
কয়েকদিন আগেই খাদ্য সংকট মোকাবেলায় উত্তর কোরিয়ার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিয়ে আলোচনায় এসেছিলেন দেশটি সর্বোচ্চ নেতা কিম জং-উন। এবার উত্তর কোরিয়ায় বিশেষ এক পোশাক নিষিদ্ধ করে আলোচনায় এসেছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে কিম জং-উন লেদারের জ্যাকেট পরে আসছেন। বিশেষ এই পোশাক তার আইকনিক স্টাইলে পরিণত হয়েছে। তাই দেশটির জনগণের জন্য লেদারের কোট পরা নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৯ সালে কিমের পরনে প্রথম লেদারের কোট দেখা যায়। তারপর থেকে দেশটির অভিজাত শ্রেণি, যাদের ব্যয়বহুল ওই পোশাক পরার মতো আর্থিক সঙ্গতি আছে, তাদের লেদারের কোট পরতে দেখা যায়। ধীরে ধীরে দেশটিতে নকল লেদারের কোট জনপ্রিয় হয়ে উঠে।
যে পোশাক নিষিদ্ধ করে ফের আলোচনায় কিম জং-উন
যুগান্তর ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১৮:০৩:৩৬ | অনলাইন সংস্করণ
কয়েকদিন আগেই খাদ্য সংকট মোকাবেলায় উত্তর কোরিয়ার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিয়ে আলোচনায় এসেছিলেন দেশটি সর্বোচ্চ নেতা কিম জং-উন। এবার উত্তর কোরিয়ায় বিশেষ এক পোশাক নিষিদ্ধ করে আলোচনায় এসেছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে কিম জং-উন লেদারের জ্যাকেট পরে আসছেন। বিশেষ এই পোশাক তার আইকনিক স্টাইলে পরিণত হয়েছে। তাই দেশটির জনগণের জন্য লেদারের কোট পরা নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৯ সালে কিমের পরনে প্রথম লেদারের কোট দেখা যায়। তারপর থেকে দেশটির অভিজাত শ্রেণি, যাদের ব্যয়বহুল ওই পোশাক পরার মতো আর্থিক সঙ্গতি আছে, তাদের লেদারের কোট পরতে দেখা যায়। ধীরে ধীরে দেশটিতে নকল লেদারের কোট জনপ্রিয় হয়ে উঠে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023