‘মোটা’, তাই চাকরি পেলেন না তরুণী
বডি শেমিং বা শারীরিক গড়নের কারণে বিদ্রুপের শিকার হওয়া নতুন কিছু নয়। তবে এই তরুণী শুধু বিদ্রুপেরই স্বীকার হননি, মোটা এই অজুহাতে সব যোগ্যতা থাকা পরও তাকে নিয়োগ দেয়নি একটি প্রতিষ্ঠান।
খোদ ব্রিটেনে এই ঘটনা ঘটেছে বলে একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিডিএম রিক্রুটমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক ফায়ে অ্যাঞ্জেলেটা নামহীন একটিফার্মে নতুন বাড়ি বিক্রির কাজের জন্য এক তরুণীকে পাঠান।বাড়ির বর্তমান বাজারদর এবংএলাকা সম্পর্কেওই তরুণীর ভালো জানা থাকলেও তাকে নিয়োগ দেয়নি ফার্মটি।
অ্যাঞ্জেলেটা জানান, রিক্রুটমেন্ট নিয়ে আমি সাত বছর ধরে কাজ করছি। এটা একদম অবিশ্বাস্য। তারা আমাকে খুদে বার্তা পাঠিয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে, সে এসব লিখেছে।
মোটার কারণে ওই তরুণীকে নিয়োগ না দেওয়ার দায় অবশ্য নিজের কাঁধেই নিয়েছেন অ্যাঞ্জেলেটা। তিনি বলেন, চেহারার কারণে তার চাকরি হয়নি। তিনি যে বুলিংয়ের শিকার হয়েছেন তার জন্য আমি দায়ী।
যদিও ওই তরুণীকে চাকরি না হওয়ার কারণ বলতে তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘মোটা’, তাই চাকরি পেলেন না তরুণী
বডি শেমিং বা শারীরিক গড়নের কারণে বিদ্রুপের শিকার হওয়া নতুন কিছু নয়। তবে এই তরুণী শুধু বিদ্রুপেরই স্বীকার হননি, মোটা এই অজুহাতে সব যোগ্যতা থাকা পরও তাকে নিয়োগ দেয়নি একটি প্রতিষ্ঠান।
খোদ ব্রিটেনে এই ঘটনা ঘটেছে বলে একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিডিএম রিক্রুটমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক ফায়ে অ্যাঞ্জেলেটা নামহীন একটি ফার্মে নতুন বাড়ি বিক্রির কাজের জন্য এক তরুণীকে পাঠান। বাড়ির বর্তমান বাজারদর এবং এলাকা সম্পর্কে ওই তরুণীর ভালো জানা থাকলেও তাকে নিয়োগ দেয়নি ফার্মটি।
অ্যাঞ্জেলেটা জানান, রিক্রুটমেন্ট নিয়ে আমি সাত বছর ধরে কাজ করছি। এটা একদম অবিশ্বাস্য। তারা আমাকে খুদে বার্তা পাঠিয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে, সে এসব লিখেছে।
মোটার কারণে ওই তরুণীকে নিয়োগ না দেওয়ার দায় অবশ্য নিজের কাঁধেই নিয়েছেন অ্যাঞ্জেলেটা। তিনি বলেন, চেহারার কারণে তার চাকরি হয়নি। তিনি যে বুলিংয়ের শিকার হয়েছেন তার জন্য আমি দায়ী।
যদিও ওই তরুণীকে চাকরি না হওয়ার কারণ বলতে তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন।