আফ্রিকার আগেই নেদারল্যান্ডসে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছিল
অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ২১:২৩:৪২ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। মঙ্গলবার ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।
তাদের বক্তব্য অনুসারে, গত ২৬ নভেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে দুইটি ফ্লাইট অবতরণ করে। ওই দুই ফ্লাইটের অন্তত ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়।
তবে এর আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগৃহীত দুই নমুনাতেও কোভিডের একই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। অবশ্য ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি-না সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ডব্লিউএইচও করোনার এই ধরনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
এদিকে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল আশঙ্কা প্রকাশ করেছেন, টিকা করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতোটা কার্যকর ছিল ওমিক্রনের বিরুদ্ধে ততোটা কার্যকর নাও হতে পারে।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মডার্না সিইও বলেন, আমি যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।
সূত্র: সিবিসি, রয়টার্স ও আল জাজিরা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফ্রিকার আগেই নেদারল্যান্ডসে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছিল
দক্ষিণ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। মঙ্গলবার ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।
তাদের বক্তব্য অনুসারে, গত ২৬ নভেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে দুইটি ফ্লাইট অবতরণ করে। ওই দুই ফ্লাইটের অন্তত ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়।
তবে এর আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগৃহীত দুই নমুনাতেও কোভিডের একই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। অবশ্য ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি-না সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ডব্লিউএইচও করোনার এই ধরনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
এদিকে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল আশঙ্কা প্রকাশ করেছেন, টিকা করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতোটা কার্যকর ছিল ওমিক্রনের বিরুদ্ধে ততোটা কার্যকর নাও হতে পারে।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মডার্না সিইও বলেন, আমি যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।
সূত্র: সিবিসি, রয়টার্স ও আল জাজিরা