সেলুনে গিয়ে বানরের চুলদাড়ি কাটার ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ০৭:৫০:১৯ | অনলাইন সংস্করণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বানরের মানুষকে অনুকরণের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি তেমনই এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে সেলুনে বসে একটি বানরকে চুলদাড়ি কাটতে দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, একদম মানুষের মতো সেলুনের চেয়ারে বসে রয়েছে এক বানর। বানরটির গলায় রয়েছে জড়ানো তোয়ালে।
সেলুনের কর্মী প্রথমে তার মুখের চুল আঁচড়িয়ে একটি বৈদ্যুতিক ট্রিমার দিয়ে ছাঁটা শুরু করেন। বানরটি আবার বারবার আয়নায় দেখতে থাকে তাকে কেমন লাগছে।
সেলুনে আসা অন্যরা এই অভিনব দৃশ্য দেখে প্রথমে অবাক হন। বিরল এই দৃশ্য নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন তারা।
ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা প্রথমে ওই ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এবার অনেক বেশি স্মার্ট লাগছে। শেয়ার করার সঙ্গে সঙ্গে ওই ভিডিও ভাইরাল হয়। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। নানা মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স।
अब लग रहे SMART☺️☺️☺️???
— Rupin Sharma IPS (@rupin1992) November 29, 2021
BEAUTY_PARLOUR☺️☺️?@ParveenKaswan @susantananda3 @SudhaRamenIFS @NaveedIRS @arunbothra @TheJohnAbraham pic.twitter.com/lCiy0tmqN0
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেলুনে গিয়ে বানরের চুলদাড়ি কাটার ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বানরের মানুষকে অনুকরণের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি তেমনই এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে সেলুনে বসে একটি বানরকে চুলদাড়ি কাটতে দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, একদম মানুষের মতো সেলুনের চেয়ারে বসে রয়েছে এক বানর। বানরটির গলায় রয়েছে জড়ানো তোয়ালে।
সেলুনের কর্মী প্রথমে তার মুখের চুল আঁচড়িয়ে একটি বৈদ্যুতিক ট্রিমার দিয়ে ছাঁটা শুরু করেন। বানরটি আবার বারবার আয়নায় দেখতে থাকে তাকে কেমন লাগছে।
সেলুনে আসা অন্যরা এই অভিনব দৃশ্য দেখে প্রথমে অবাক হন। বিরল এই দৃশ্য নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন তারা।
ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা প্রথমে ওই ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এবার অনেক বেশি স্মার্ট লাগছে। শেয়ার করার সঙ্গে সঙ্গে ওই ভিডিও ভাইরাল হয়। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। নানা মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স।
अब लग रहे SMART☺️☺️☺️???
— Rupin Sharma IPS (@rupin1992) November 29, 2021
BEAUTY_PARLOUR☺️☺️?@ParveenKaswan @susantananda3 @SudhaRamenIFS @NaveedIRS @arunbothra @TheJohnAbraham pic.twitter.com/lCiy0tmqN0