ট্রাম্পকে হত্যার হুমকি, খামেনিসংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধ
অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ১৫:২৩:৪৬ | অনলাইন সংস্করণ
ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাণনাশের হুমকি দিয়ে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি এনিমেশনের ভিডিও পোস্ট করা হয়।
এ কারণে ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে টুইটার।রোববার সামাজিক যোযোগমাধ্যমটির কর্তৃপক্ষ ওই ঘোষণা দেয়।
ইরাকে মার্কিন বাহিনীর হামলায় ওই ইরানি জেনারেল নিহত হন। এর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে ওই ভিডিও গেমটি তৈরি করা হয়। খবর আল-আরাবিয়ার।
এনিমেশন ভিডিওটিতে দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালাচ্ছে।
টুইটার বলেছে, আমাদের নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাম্পকে হত্যার হুমকি, খামেনিসংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধ
ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাণনাশের হুমকি দিয়ে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি এনিমেশনের ভিডিও পোস্ট করা হয়।
এ কারণে ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে টুইটার।রোববার সামাজিক যোযোগমাধ্যমটির কর্তৃপক্ষ ওই ঘোষণা দেয়।
ইরাকে মার্কিন বাহিনীর হামলায় ওই ইরানি জেনারেল নিহত হন। এর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে ওই ভিডিও গেমটি তৈরি করা হয়। খবর আল-আরাবিয়ার।
এনিমেশন ভিডিওটিতে দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালাচ্ছে।
টুইটার বলেছে, আমাদের নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।