বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ করতে যাচ্ছে ইসরাইল
অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ২০:৫৭:৫৩ | অনলাইন সংস্করণ
ইসরাইলের মন্ত্রিসভার সদস্যরা বিতর্কিত একটি নাগরিকত্ব বিল পাশ করার ব্যাপারে সম্মতি দিয়েছেন।
এই নাগরিকত্ব বিলটি শেষ পর্যন্ত পাশ হলে কোনো ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি নাগরিককে বিয়ে করলেও ইসরাইলে বসতি স্থাপন বা বসবাস করতে পারবেন না।
ইসরাইলের রিলিজিয়াস জিওনিজম পার্টির সদস্য সিমচা রোথম্যান বিলটি উত্থাপন করেন। প্রায় একই রকম একটি বিল গত সপ্তাহে প্রস্তাব করেন দখলদার ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত সাকেদ।
এখন এই দুটি প্রস্তাব একসঙ্গে করে আইন হিসেবে পাশ করানো হবে।
অবশ্য ইসরাইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ফিলিস্তিনিদের ইসরাইলে বসতি না করতে দেওয়ার জন্য একটি অস্থায়ী আইন আছে।
২০০৩ সালে আইনটি প্রণয়ন করা হয়। এটির মেয়াদ প্রতিবছর বাড়িয়ে নেয় তারা। কিন্তু গত বছর মেয়াদ বাড়াতে পারেনি।
আর তাই একটি স্থায়ী আইন করার জন্য এখন জোর চেস্টা চালাচ্ছে ইসরাইলের সরকার।
এই সমস্ত অস্থায়ী আইন দিয়ে ইসরাইলের ডানপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনিদের ইসরাইলের ভেতরে বসবাস করার বিষয়টি আটকানোর চেস্টা চালিয়ে যাচ্ছে।
তবে মাঝে মাঝে দেশটির উচ্চ আদালত এই সংক্রান্ত বিষয় নিয়ে হস্তক্ষেপ করে।
সূত্র: দ্য নিউ আরব
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ করতে যাচ্ছে ইসরাইল
ইসরাইলের মন্ত্রিসভার সদস্যরা বিতর্কিত একটি নাগরিকত্ব বিল পাশ করার ব্যাপারে সম্মতি দিয়েছেন।
এই নাগরিকত্ব বিলটি শেষ পর্যন্ত পাশ হলে কোনো ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি নাগরিককে বিয়ে করলেও ইসরাইলে বসতি স্থাপন বা বসবাস করতে পারবেন না।
ইসরাইলের রিলিজিয়াস জিওনিজম পার্টির সদস্য সিমচা রোথম্যান বিলটি উত্থাপন করেন। প্রায় একই রকম একটি বিল গত সপ্তাহে প্রস্তাব করেন দখলদার ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত সাকেদ।
এখন এই দুটি প্রস্তাব একসঙ্গে করে আইন হিসেবে পাশ করানো হবে।
অবশ্য ইসরাইলিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ফিলিস্তিনিদের ইসরাইলে বসতি না করতে দেওয়ার জন্য একটি অস্থায়ী আইন আছে।
২০০৩ সালে আইনটি প্রণয়ন করা হয়। এটির মেয়াদ প্রতিবছর বাড়িয়ে নেয় তারা। কিন্তু গত বছর মেয়াদ বাড়াতে পারেনি।
আর তাই একটি স্থায়ী আইন করার জন্য এখন জোর চেস্টা চালাচ্ছে ইসরাইলের সরকার।
এই সমস্ত অস্থায়ী আইন দিয়ে ইসরাইলের ডানপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনিদের ইসরাইলের ভেতরে বসবাস করার বিষয়টি আটকানোর চেস্টা চালিয়ে যাচ্ছে।
তবে মাঝে মাঝে দেশটির উচ্চ আদালত এই সংক্রান্ত বিষয় নিয়ে হস্তক্ষেপ করে।
সূত্র: দ্য নিউ আরব