মুম্বাই উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩
অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ০৯:০০:৫৫ | অনলাইন সংস্করণ
ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
মুম্বাইয়ের অদূরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নৌসেনার ডকে ওই বিস্ফোরণ ঘটেছে। খবর এনডিটিভির।
ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের মধ্যে কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেনা সদস্যরা।
ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শিগগির।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুম্বাই উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩
ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
মুম্বাইয়ের অদূরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নৌসেনার ডকে ওই বিস্ফোরণ ঘটেছে। খবর এনডিটিভির।
ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের মধ্যে কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেনা সদস্যরা।
ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শিগগির।