‘আফগানরা ঐক্যবদ্ধ নয়’— বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল তালেবান
অনলাইন ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১৮:২৫:৫২ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মন্তব্য করেন, ‘আফগানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা নেই, কেউ তাদের ঐক্যবদ্ধ করতে পারে না’। তালেবান শাসিত ইসলামি আমিরাত সরকার বাইডেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসলামিক আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জো বাইডেনের মন্তব্য অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি একাধিক টুইট বার্তায় বলেন, ‘আফগানিস্তান হলো সাম্রাজ্যসমূহের কবরস্থান’— এর অর্থ হলো, আফগানরা ঐক্যবদ্ধ।
আব্দুল কাহার বালখি স্বীকার করেন দখলদারদের অধীনে আফগানরা ঐক্যবদ্ধ হয়নি। তবে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে আফগানিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে ।
তালেবান সরকারের এই কূটনীতিক বলেন, বিচ্ছিন্ন জাতি কখনো সুপার পাওয়ারদের পরাজিত করতে পারে না। শুধুমাত্র ঐক্যবদ্ধ জাতিই সুপার পাওয়ারকে নির্মূল করতে পারে।
আব্দুল কাহার বলখি বলেন, দখলদার শক্তিকে পরাজিত করার পর ইসলামিক আমিরাত সমগ্র আফগানিস্তানজুড়ে নিরাপত্তা নিশ্চিত করেছে, মানুষদের ঐক্যবদ্ধ করেছে এবং কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত করেছে
আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন সরকারের এই কূটনীতিক বলেন, অনৈক্য এমন একটি ঘটনা যেটা দখলদাররা তাদের অস্তিত্বের মাধ্যম এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু আফগানিস্তানের মানুষ ইসলামি মূল্যবোধ এবং ঐতিহাসিক অর্জনের আলোকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে
এর আগে বৃহস্পতিবার হোয়াইটহাউসে কথা বলার সময় আফগানিস্তান প্রসঙ্গে বাইডেন বলেন, কেউই আফগানদের এক ছাতার নিতে জড়ো করতে কিংবা এক সরকারের অধীনে আনতে সক্ষম নয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘আফগানরা ঐক্যবদ্ধ নয়’— বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল তালেবান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মন্তব্য করেন, ‘আফগানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা নেই, কেউ তাদের ঐক্যবদ্ধ করতে পারে না’। তালেবান শাসিত ইসলামি আমিরাত সরকার বাইডেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে।
ইসলামিক আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জো বাইডেনের মন্তব্য অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি একাধিক টুইট বার্তায় বলেন, ‘আফগানিস্তান হলো সাম্রাজ্যসমূহের কবরস্থান’— এর অর্থ হলো, আফগানরা ঐক্যবদ্ধ।
আব্দুল কাহার বালখি স্বীকার করেন দখলদারদের অধীনে আফগানরা ঐক্যবদ্ধ হয়নি। তবে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে আফগানিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে ।
তালেবান সরকারের এই কূটনীতিক বলেন, বিচ্ছিন্ন জাতি কখনো সুপার পাওয়ারদের পরাজিত করতে পারে না। শুধুমাত্র ঐক্যবদ্ধ জাতিই সুপার পাওয়ারকে নির্মূল করতে পারে।
আব্দুল কাহার বলখি বলেন, দখলদার শক্তিকে পরাজিত করার পর ইসলামিক আমিরাত সমগ্র আফগানিস্তানজুড়ে নিরাপত্তা নিশ্চিত করেছে, মানুষদের ঐক্যবদ্ধ করেছে এবং কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত করেছে
আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন সরকারের এই কূটনীতিক বলেন, অনৈক্য এমন একটি ঘটনা যেটা দখলদাররা তাদের অস্তিত্বের মাধ্যম এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু আফগানিস্তানের মানুষ ইসলামি মূল্যবোধ এবং ঐতিহাসিক অর্জনের আলোকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে
এর আগে বৃহস্পতিবার হোয়াইটহাউসে কথা বলার সময় আফগানিস্তান প্রসঙ্গে বাইডেন বলেন, কেউই আফগানদের এক ছাতার নিতে জড়ো করতে কিংবা এক সরকারের অধীনে আনতে সক্ষম নয়।