লাইভ সম্প্রচার চলাকালে দুর্ঘটনার শিকার সাংবাদিক (ভিডিও)
যুগান্তর ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ২২:৪৭:১৮ | অনলাইন সংস্করণ
সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। ঝুঁকির কথা মাথায় রেখেই এই পেশায় কাজ করে যান সাংবাদিকরা। সম্প্রতি লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিকের গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ার চিত্র সেই কথাটিই ফের মনে করিয়ে দিয়েছে।
হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় সংবাদের লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিককে একটি গাড়ি এসে ধাক্কা দেয়।
হান্টিংটনের এনবিসি অ্যাফিলিয়েট ডাব্লুএসএজেড চ্যানেলের টরি ইয়র্জি নামে ওই নারী সাংবাদিক উপস্থাপক টিম ইরের মাধ্যমে দর্শকদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। তিনি নিচে পড়ে ক্যামেরার আড়ালে চলে যান।
তবে তাৎক্ষণিকভাবে উঠে ফের লাইভ শুরু করেন টরি। তিনি বলেন, এই মাত্র আমাকে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। কিন্তু আমি ঠিক আছি।
এর পর আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বনির্ধারিত প্রতিবেদন শেষ করেন তিনি।
Wow, this reporter gets hit by a car, and rebounds to finish the live shot! ? pic.twitter.com/dbwKt5N1xc
— Lee K. Howard (@HowardWKYT) January 20, 2022
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লাইভ সম্প্রচার চলাকালে দুর্ঘটনার শিকার সাংবাদিক (ভিডিও)
সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। ঝুঁকির কথা মাথায় রেখেই এই পেশায় কাজ করে যান সাংবাদিকরা। সম্প্রতি লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিকের গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ার চিত্র সেই কথাটিই ফের মনে করিয়ে দিয়েছে।
হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় সংবাদের লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিককে একটি গাড়ি এসে ধাক্কা দেয়।
হান্টিংটনের এনবিসি অ্যাফিলিয়েট ডাব্লুএসএজেড চ্যানেলের টরি ইয়র্জি নামে ওই নারী সাংবাদিক উপস্থাপক টিম ইরের মাধ্যমে দর্শকদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। তিনি নিচে পড়ে ক্যামেরার আড়ালে চলে যান।
তবে তাৎক্ষণিকভাবে উঠে ফের লাইভ শুরু করেন টরি। তিনি বলেন, এই মাত্র আমাকে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। কিন্তু আমি ঠিক আছি।
এর পর আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বনির্ধারিত প্রতিবেদন শেষ করেন তিনি।
Wow, this reporter gets hit by a car, and rebounds to finish the live shot! ? pic.twitter.com/dbwKt5N1xc
— Lee K. Howard (@HowardWKYT) January 20, 2022