রাশিয়ার ইতিবাচক মন্তব্যে চাকরি গেল জার্মান নৌপ্রধানের
অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১২:৪৯:৫২ | অনলাইন সংস্করণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে পদত্যাগ করতে হয়েছে জার্মানির নৌবাহিনীর প্রধান কাই আচিম শোয়েনবাচকে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। খবর আনাদোলুর।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার থিংকট্যাংকের সঙ্গে এক বৈঠকে শোয়েনবাচ ওই মন্তব্য করেছিলেন।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জার্মানির নৌবাহিনীর প্রধান ওই মন্তব্য করে তোপের মুখে পড়েন।
জার্মানির নৌবাহিনীর সদ্য পদত্যাগকৃত প্রধান রুশ প্রেসিডেন্টকে নিয়ে বলেছিলেন— রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে যা বলা হচ্ছে, তা আসলে ‘বাজে কথা’। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সবার সম্মান করা উচিত।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভাইস অ্যাডমিরাল কাই আচিম শোয়েনবাচের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেছিলেন, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রুশ দখলদারিত্বে চলে যাওয়া ক্রিমিয়া উপদ্বীপ (চূড়ান্তভাবে) রাশিয়ার হাতে চলে গেছে এবং আর কখনই সেটি ইউক্রেনের কাছে ফিরবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাশিয়ার ইতিবাচক মন্তব্যে চাকরি গেল জার্মান নৌপ্রধানের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে পদত্যাগ করতে হয়েছে জার্মানির নৌবাহিনীর প্রধান কাই আচিম শোয়েনবাচকে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। খবর আনাদোলুর।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার থিংকট্যাংকের সঙ্গে এক বৈঠকে শোয়েনবাচ ওই মন্তব্য করেছিলেন।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জার্মানির নৌবাহিনীর প্রধান ওই মন্তব্য করে তোপের মুখে পড়েন।
জার্মানির নৌবাহিনীর সদ্য পদত্যাগকৃত প্রধান রুশ প্রেসিডেন্টকে নিয়ে বলেছিলেন— রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে যা বলা হচ্ছে, তা আসলে ‘বাজে কথা’। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সবার সম্মান করা উচিত।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভাইস অ্যাডমিরাল কাই আচিম শোয়েনবাচের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেছিলেন, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রুশ দখলদারিত্বে চলে যাওয়া ক্রিমিয়া উপদ্বীপ (চূড়ান্তভাবে) রাশিয়ার হাতে চলে গেছে এবং আর কখনই সেটি ইউক্রেনের কাছে ফিরবে না।