নরওয়েতে প্রতিবাদের মুখে তালেবান
গত বছর ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তালেবান।
এ লক্ষ্যে শনিবার তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নরওয়ে পৌঁছেছে। কিন্তু সেখানে তারা কিছু সংখ্যক আফগানের প্রতিবাদের মুখে পড়েছেন। প্রতিবাদকারীরা বলছেন, তালেবান আমাদের প্রতিনিধিত্ব করে না।
দ্য খামা প্রেসের খবরে বলা হয়েছে,তালেবান প্রতিনিধির সফরের বিরোধীতা করে এই প্রতিবাদ সংঘটিত হয়েছে।
প্রতিবাদকারীরা বলেছেন, তালেবানের যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ‘সন্ত্রাসী’ হিসেবে রয়েছে। নরওয়ের উচিত না তাদের সঙ্গে আলোচনায় বসা।
যদিও নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবানকে আমন্ত্রণ এবং তাদের সঙ্গে আলোচনায় বসার অর্থ তাদেরকে স্বীকৃতি দেওয়া নয়। তবে আফগানিস্তানে চলমান মানবিক সঙ্কট নিরসনে তালেবানের সঙ্গে বসা প্রয়োজন বলেও ওই বিবৃতিতে বলা হয়।
তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী জানিয়েছেন, আফগান প্রতিনিধি দলে মুত্তাকি ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা মার্কিন কূটনীতিক, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, নরওয়ের বিভিন্ন কর্মকর্তা ও সেখানে অবস্থানরত আফগানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নরওয়েতে প্রতিবাদের মুখে তালেবান
গত বছর ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তালেবান।
এ লক্ষ্যে শনিবার তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নরওয়ে পৌঁছেছে। কিন্তু সেখানে তারা কিছু সংখ্যক আফগানের প্রতিবাদের মুখে পড়েছেন। প্রতিবাদকারীরা বলছেন, তালেবান আমাদের প্রতিনিধিত্ব করে না।
দ্য খামা প্রেসের খবরে বলা হয়েছে,তালেবান প্রতিনিধির সফরের বিরোধীতা করে এই প্রতিবাদ সংঘটিত হয়েছে।
প্রতিবাদকারীরা বলেছেন, তালেবানের যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ‘সন্ত্রাসী’ হিসেবে রয়েছে। নরওয়ের উচিত না তাদের সঙ্গে আলোচনায় বসা।
যদিও নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবানকে আমন্ত্রণ এবং তাদের সঙ্গে আলোচনায় বসার অর্থ তাদেরকে স্বীকৃতি দেওয়া নয়। তবে আফগানিস্তানে চলমান মানবিক সঙ্কট নিরসনে তালেবানের সঙ্গে বসা প্রয়োজন বলেও ওই বিবৃতিতে বলা হয়।
তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী জানিয়েছেন, আফগান প্রতিনিধি দলে মুত্তাকি ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা মার্কিন কূটনীতিক, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, নরওয়ের বিভিন্ন কর্মকর্তা ও সেখানে অবস্থানরত আফগানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।