শীতে কাঁপছে সৌদি আরব, জমে যাচ্ছে উটের চোখের পানিও (ভিডিও)
যুগান্তর ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ২০:০৯:১৫ | অনলাইন সংস্করণ
প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, দেশটির ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, তীব্র শীতের কারণে জমে যাচ্ছে মরুর উটের চোখের পানিও।
গত কয়েকদিনে সৌদি আরবের কয়েকটি শহরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ছয়টি শহর তুষারে ঢেকে গেছে।
দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তায়েফে বুধবার সর্বনিম্ন মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন।
চলতি সপ্তাহে দেশটিতে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী রিয়াদে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
مشهد لا يكاد يصدق... موجة البرد الشديدة التي ضربت مناطق في #السعودية تتسبب في تجمد دموع إبل!#العربية pic.twitter.com/W5SNymTb9O
— العربية السعودية (@AlArabiya_KSA) January 20, 2022
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শীতে কাঁপছে সৌদি আরব, জমে যাচ্ছে উটের চোখের পানিও (ভিডিও)
প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, দেশটির ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, তীব্র শীতের কারণে জমে যাচ্ছে মরুর উটের চোখের পানিও।
গত কয়েকদিনে সৌদি আরবের কয়েকটি শহরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ছয়টি শহর তুষারে ঢেকে গেছে।
দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তায়েফে বুধবার সর্বনিম্ন মাইনাস ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন।
চলতি সপ্তাহে দেশটিতে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী রিয়াদে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
مشهد لا يكاد يصدق... موجة البرد الشديدة التي ضربت مناطق في #السعودية تتسبب في تجمد دموع إبل!#العربية pic.twitter.com/W5SNymTb9O
— العربية السعودية (@AlArabiya_KSA) January 20, 2022