তালেবানের কাছে দুই নারী আন্দোলনকর্মীর সন্ধান চায় জাতিসংঘ
অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ২২:৪০:১১ | অনলাইন সংস্করণ
তালেবানের কাছে নিখোঁজ দুই নারী আন্দোলনকর্মীর কর্মীর সন্ধান চেয়েছে জাতিসংঘ। গত বুধবার তালেবানের বিরুদ্ধে এই দুই নারী আন্দোলনকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমএ নারী আন্দোলনকারীদের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা তামানা জারিয়াব পরিয়ানি এবং পরওয়ানা ইব্রাহিমখেলের সন্ধান চেয়েছে।
তুরস্কভিত্তিক ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, গত বুধবার এই দুই নারীকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তামানা জারিয়াব পরিয়ানিকে চিৎকার করে সাহায্য প্রার্থনা করতে শোনা যায়।
ভিডিওতে পরিয়ানি বলেন, তালেবান তার তিন বোনসহ তাকে তুলে নেওয়ার জন্য দরজায় কড়া নাড়ছিল।
স্থানীয় গণমাধ্যম আমাজ নিউজের কাছে তামানা কথা বলার ভিডিও শেয়ার করার পর তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইব্রাহিমখেলও এক রাতে নিখোঁজ হন।
উভয় নারী গত পাঁচ মাস যাবত তালেবানের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।
তালেবান কর্তৃপক্ষ এই দুই আন্দোলনকারীকে তুলে নেওয়া বা গ্রেফতারের তথ্য অস্বীকার করেছে। তারা বলছে, পরিয়ানি বিদেশে আশ্রয় পাওয়ার জন্য এমন মিথ্যা ভিডিও তৈরি করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তালেবানের কাছে দুই নারী আন্দোলনকর্মীর সন্ধান চায় জাতিসংঘ
তালেবানের কাছে নিখোঁজ দুই নারী আন্দোলনকর্মীর কর্মীর সন্ধান চেয়েছে জাতিসংঘ। গত বুধবার তালেবানের বিরুদ্ধে এই দুই নারী আন্দোলনকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমএ নারী আন্দোলনকারীদের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা তামানা জারিয়াব পরিয়ানি এবং পরওয়ানা ইব্রাহিমখেলের সন্ধান চেয়েছে।
তুরস্কভিত্তিক ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, গত বুধবার এই দুই নারীকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তামানা জারিয়াব পরিয়ানিকে চিৎকার করে সাহায্য প্রার্থনা করতে শোনা যায়।
ভিডিওতে পরিয়ানি বলেন, তালেবান তার তিন বোনসহ তাকে তুলে নেওয়ার জন্য দরজায় কড়া নাড়ছিল।
স্থানীয় গণমাধ্যম আমাজ নিউজের কাছে তামানা কথা বলার ভিডিও শেয়ার করার পর তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইব্রাহিমখেলও এক রাতে নিখোঁজ হন।
উভয় নারী গত পাঁচ মাস যাবত তালেবানের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।
তালেবান কর্তৃপক্ষ এই দুই আন্দোলনকারীকে তুলে নেওয়া বা গ্রেফতারের তথ্য অস্বীকার করেছে। তারা বলছে, পরিয়ানি বিদেশে আশ্রয় পাওয়ার জন্য এমন মিথ্যা ভিডিও তৈরি করেছে।