ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের দ্বন্দ্বে বারে অগ্নিসংযোগ, নিহত ১৯
অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১৪:০১:১৮ | অনলাইন সংস্করণ
কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের জের ধরে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে প্রতিদ্বন্দ্বী দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এর পর ওই ভেন্যুটিতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।
পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেছেন, তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটিই এত মৃত্যুর কারণ হলো। প্রথমবারের মতো এমনটি হলো।
অ্যাডাম জানিয়েছেন, ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের দ্বন্দ্বে বারে অগ্নিসংযোগ, নিহত ১৯
কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের জের ধরে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে প্রতিদ্বন্দ্বী দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এর পর ওই ভেন্যুটিতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে।
পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি বলেছেন, তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটিই এত মৃত্যুর কারণ হলো। প্রথমবারের মতো এমনটি হলো।
অ্যাডাম জানিয়েছেন, ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।