থানার ভেতর মিসরীয় যুবকের আর্তনাদ ‘আমাদের বাঁচান’
অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ২০:১৭:৩৬ | অনলাইন সংস্করণ
থানায় পুলিশের নির্যাতনে বিপর্যস্ত এক যুবকের আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে যুবকটিকে ছয়বার চিৎকার করে বলতে শোনা যায়- ‘আমাদের বাঁচান, প্রেসিডেন্ট’।
ঘটনাটি মিসরের। দেশটির রাজধানী কায়রোর আল-সালাম আওয়েল থানায় ভয়ংকর নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই।
ভিডিওটিতে দেখা যায় দুইজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করছে পুলিশ।
ভিডিওটি গোপনে ধারণ করেছেন থানার ভেতর থাকা অপর এক বন্দি। তাকে বলতে শোনা যায়, দেখুন আমাদের সঙ্গীদের ওপর কিভাবে নির্যাতন করছে। এমনকি তিনি জানান এরপর তার ওপরও এমন নির্যাতন করার হুমকি দেয়া হয়েছে।
ওই ভিডিওটিতেই ধরা পরে নির্যাতিত এক যুবকের আর্তনাদ। তাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট দেখুন পুলিশ আমাদের ওপর কেমন বর্বরতা চালাচ্ছে। আমাদের বাঁচান। মোট ছয়বার এই কথাটি বলেন ওই যুবক।
যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা কোন সময়ের ঘটনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি মিডল ইস্ট আই। তারা ভিডিওটি সংগ্রহ করেছে নির্যাতিত এক যুবকের আত্মীয়ের মাধ্যমে।
সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
থানার ভেতর মিসরীয় যুবকের আর্তনাদ ‘আমাদের বাঁচান’
থানায় পুলিশের নির্যাতনে বিপর্যস্ত এক যুবকের আর্তনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে যুবকটিকে ছয়বার চিৎকার করে বলতে শোনা যায়- ‘আমাদের বাঁচান, প্রেসিডেন্ট’।
ঘটনাটি মিসরের। দেশটির রাজধানী কায়রোর আল-সালাম আওয়েল থানায় ভয়ংকর নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম মিডল ইস্ট আই।
ভিডিওটিতে দেখা যায় দুইজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে নির্যাতন করছে পুলিশ।
ভিডিওটি গোপনে ধারণ করেছেন থানার ভেতর থাকা অপর এক বন্দি। তাকে বলতে শোনা যায়, দেখুন আমাদের সঙ্গীদের ওপর কিভাবে নির্যাতন করছে। এমনকি তিনি জানান এরপর তার ওপরও এমন নির্যাতন করার হুমকি দেয়া হয়েছে।
ওই ভিডিওটিতেই ধরা পরে নির্যাতিত এক যুবকের আর্তনাদ। তাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট দেখুন পুলিশ আমাদের ওপর কেমন বর্বরতা চালাচ্ছে। আমাদের বাঁচান। মোট ছয়বার এই কথাটি বলেন ওই যুবক।
যদিও ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা কোন সময়ের ঘটনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি মিডল ইস্ট আই। তারা ভিডিওটি সংগ্রহ করেছে নির্যাতিত এক যুবকের আত্মীয়ের মাধ্যমে।
সূত্র: মিডল ইস্ট আই