আর্থিক সংকটে যুক্তরাষ্ট্রে আফগান দূতাবাস
যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগানিস্তান দূতাবাসের দুইজন কর্মকর্তা গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে আফগানিস্তানের দূতাবাসের।
তবে দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, তারা আলোচনা করলেও এখনো কোনো ফলাফল পাননি। এমনকি এই বিষয়ে কোনো অগ্রগতিও দেখতে পাচ্ছেন না।
যুক্তরাষ্ট্র ব্যাংকের অ্যাকাউন্ট আটকে রাখায় এখন দূতাবাসের প্রতিদিনের কার্যক্রম চালাতেই হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। কারণ বর্তমানে কাবুল থেকে তাদের কোনো অর্থ দিয়ে সহায়তা করা হচ্ছে না।
এখন দূতাবাস চলছে পুরনো পাসপোর্ট নবায়ন ও বিভিন্ন সেবামূলক সহায়তা দিয়ে। যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের মোট চারটি দূতাবাস রয়েছে। সব মিলিয়ে মোট ৯০ জন কাজ করেন এগুলোতে।
যদি যুক্তরাষ্ট্র আফগান দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় সচল করে তাহলে এই সমস্যা কেটে যাবে।
শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত আফগান দূতাবাসের কর্মকর্তারা জানাচ্ছেন, অর্থ সংকটের কারণে তাদের প্রতিদিনের কাজকর্ম ব্যহত হচ্ছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা, দ্য খামা প্রেস
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্থিক সংকটে যুক্তরাষ্ট্রে আফগান দূতাবাস
যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগানিস্তান দূতাবাসের দুইজন কর্মকর্তা গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে আফগানিস্তানের দূতাবাসের।
তবে দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, তারা আলোচনা করলেও এখনো কোনো ফলাফল পাননি। এমনকি এই বিষয়ে কোনো অগ্রগতিও দেখতে পাচ্ছেন না।
যুক্তরাষ্ট্র ব্যাংকের অ্যাকাউন্ট আটকে রাখায় এখন দূতাবাসের প্রতিদিনের কার্যক্রম চালাতেই হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। কারণ বর্তমানে কাবুল থেকে তাদের কোনো অর্থ দিয়ে সহায়তা করা হচ্ছে না।
এখন দূতাবাস চলছে পুরনো পাসপোর্ট নবায়ন ও বিভিন্ন সেবামূলক সহায়তা দিয়ে। যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের মোট চারটি দূতাবাস রয়েছে। সব মিলিয়ে মোট ৯০ জন কাজ করেন এগুলোতে।
যদি যুক্তরাষ্ট্র আফগান দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় সচল করে তাহলে এই সমস্যা কেটে যাবে।
শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত আফগান দূতাবাসের কর্মকর্তারা জানাচ্ছেন, অর্থ সংকটের কারণে তাদের প্রতিদিনের কাজকর্ম ব্যহত হচ্ছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা, দ্য খামা প্রেস