কানাডায় এক বাড়িতে ৪ জনের গুলিবিদ্ধ লাশ
যুগান্তর প্রতিবেদন
২৭ জানুয়ারি ২০২২, ১১:৪২:০৮ | অনলাইন সংস্করণ
কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি বাড়িতে চারজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। মঙ্গলবার শহরের রিচমন্ড এলাকার একটি বাড়িতে এসব লাশ পাওয়া গেছে। খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের।
লাশ পাওয়ার পর হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাত ৭টার দিকের।
তদন্ত দলের সদস্য ডেভিড লির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই আবাসিক এলাকাটি অনেকটা শান্ত। তবে এই হত্যাকাণ্ডটি ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে করছে। তবে ওই এলাকার অপরাধী দলগুলোর সহিংসতা সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে ধারণা পুলিশের।
কানাডায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। ২০১৩ সালের পর থেকে দেশটির বৃহত্তম শহরগুলোয় অপরাধী দলগুলোর ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কানাডায় এক বাড়িতে ৪ জনের গুলিবিদ্ধ লাশ
কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি বাড়িতে চারজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। মঙ্গলবার শহরের রিচমন্ড এলাকার একটি বাড়িতে এসব লাশ পাওয়া গেছে। খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের।
লাশ পাওয়ার পর হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাত ৭টার দিকের।
তদন্ত দলের সদস্য ডেভিড লির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই আবাসিক এলাকাটি অনেকটা শান্ত। তবে এই হত্যাকাণ্ডটি ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে করছে। তবে ওই এলাকার অপরাধী দলগুলোর সহিংসতা সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে ধারণা পুলিশের।
কানাডায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। ২০১৩ সালের পর থেকে দেশটির বৃহত্তম শহরগুলোয় অপরাধী দলগুলোর ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।